নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেককে দুদক
কার্যালয়ে তলব করা হয়েছে। দুর্নীতির তথ্য অনুসন্ধানে বক্তব্য প্রদানের জন্য
অতীব জরুরী ভিত্তিতে আগামী ৩০ এপ্রিল ঢাকায় দুর্নীতি দমন কমিশনের প্রধান
কার্যালয়ে হাজির হবার জন্য চিঠি ইস্যু করেছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান
কার্যালয়ের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম। গতকাল ২৭ এপ্রিল এই চিঠি
ইস্যু করা হয়।
চিঠি সূত্রে জানা গেছে, সাবেক অর্থমন্ত্রী ও এমপি আ হ ম
মুস্তফা কামাল, নাঙ্গলকোট উপজেলা সাবেক চেয়ারম্যান সামসুদ্দিন কালু,
পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ
ভূইয়া এবং নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক সুমনসহ অন্যানদের
বিরুদ্ধে টেন্ডারবাজি, পদ বানিজ্য, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন
উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থপাচারসহ নিজ নামে ও
পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল
মালেকের বক্তব্য শোনা এবং গ্রহন করা একান্ত প্রয়োজন বিধায় তিনি দুদক
কার্যালয়ে হাজির হওয়ার বিষয়টি অতীব জরুরি। নির্ধারিত সময়ে হাজির হয়ে
বক্তব্য প্রদানের ব্যর্থ হলে বর্ণিত অভিযোগের বিষয়ে তার কোন বক্তব্য নেই
বলেও গণ্য করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।