মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২
কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:৫৪ এএম আপডেট: ২৯.০৪.২০২৫ ২:০২ এএম |





  কুমিল্লায় জাতীয় আইনগত  সহায়তা দিবস উদযাপিত"দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী শেষে কুমিল্লা জেলা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান ।
বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিশেষ জজ আদালতের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ মহসিনুল হক, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাইফুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) নাজমুল হক শ্যামল, শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) হাবিবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সরওয়ার আলম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা নার্গিস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাব্বির মাহমুদ চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছাঃ ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, কুমিল্লায় কর্মরত অন্যান্য বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ, বিজ্ঞ সরকারী কৌশুলী এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ পিপি এডভোকেট বদিউল আলম সুজন সহ জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিচারপ্রার্থী সাধারণ জনগণ।
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান বলেন- সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রচার প্রচারণা জোরদার করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ মনিকা খান এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ছিদ্দিক আজাদ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জজকোর্ট মসজিদের ইমাম হাফেজ মোঃ গোলাম মোস্তফা এবং গীতা পাঠ করেন এডভোকেট স্বপন কুমার দেব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রতিপাদ্য উপস্থাপনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম। 
অনুষ্ঠানে এডভোকেট মোহাম্মদ হারুনুর রশীদ ও এডভোকেট ফাহমিদা সুলতানা শিউলিকে লিগ্যাল এইড এর শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিস এর মাধ্যমে মে ২০২৪ হতে এপ্রিল ২০২৫ সাল পর্যন্ত বিচারপ্রার্থী ৫৯৯ জন নারী ও ৬৯ জন পুরুষ পরামর্শ গ্রহণ করেছেন, ৩১৭ টি বিরোধ বিকল্প বিরোধ পদ্ধতিতে নিষ্পত্তি হয়েছে, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ৪১,৭৮,৩৫০/= টাকা আদায় করা হয়েছে, ৭১৯ টি মামলা/মোকদ্দমা সরকারী খরচে পরিচালনার জন্য আবেদন গ্রহণ করে বিজ্ঞ প্যানেল আইনজীবী নিযুক্ত করা হয়েছে।














সর্বশেষ সংবাদ
কুমিল্লায় শিক্ষার্থীদের গুলি করা সেই ফাহিম গ্রেফতার
কুমিল্লায় বজ্রপাতে কৃষক ও ছাত্রসহ ৫ জনের মৃত্যু
ফাহাদের বাড়িতে শোকের মাতম
আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করবে বিএনপি - হাজী ইয়াসিন
কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের গু*লি করা সেই ফাহিম গ্রেফতার
কুমিল্লায় বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ৫ জন
চান্দিনায় আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন শক্তি নেই
মহড়ার পর অভিযানে যৌথবাহিনী
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ চারজন নিহত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২