ফেনীকে দুই শূণ্য গোলে হারিয়ে এগিয়ে গেল লক্ষ্মীপুর। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কুমিল্লা ভেন্যুর দ্বিতীয় ম্যাচে লক্ষীপুর জেলা দল তাদের সেরাটা উপহার দিয়েছে ফেনীকে হারিয়ে। ম্যাচসেরা খেলা উপহার দিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন লক্ষ্মীপুর দলের সৌরভ।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় ফেনী ও লক্ষীপুর দল। প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে লক্ষীপুর জেলা দলের ১০ নম্বর জার্সি পরিহিত সৌরভ পর পর দুই গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। শুরু থেকেই লক্ষীপুর জেলা দল আক্রমনাত্মক খেললেও ফেনী জেলা দল ছিলো রক্ষণাত্মক। খেলার দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মাথায় ১০ নাম্বার জার্সি পরিহিত লক্ষ্মীপুর জেলা দলের সৌরভ একমাত্র গোলটি করে লক্ষ্মীপুর জেলা দলকে এগিয়ে নিয়ে যায়।এরপর আবারও ২০ মিনিটের মাথায় বিপক্ষ দলের জালে আরেকটি গোল করে দল দুই গোলে এগিয়ে রাখেন । গোল সমতায় আনতে মরিয়া হয়েও গোলের দেখা পায়নি ফেনী দল।
বুধবার একই ভেন্যুতে স্বাগতিক কুমিল্লার মুখোমুখি হবে নোয়াখালী।--প্রেসবিজ্ঞপ্তি