আজ কুমিল্লা সাংস্কৃতিক জোটের পালাবদল অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বৈশাখ অবগাহন ১৪৩২ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে-বর্ষবরণ আলোচনা, আপনজন সম্মাননা, স্মারক প্রকাশনা, পুরস্কার বিতরণ, ধারাবাহিক নেতৃত্বের পালাবদল, সাংস্কৃতিক পরিবেশনা ও পালা নাট্য।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
বিশেষ অতিথি থাকবেনকুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। সভাপতিত্ব করবেন পালাবদল পর্ষদের আহবায়ক আবুল হাসানাত বাবুল।
সাংস্কৃতিক অনুরাগী কুমিল্লাবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি আবুল হাসানাত আজাদ, সাধারণ সম্পাদক-কমল চন্দ খোকন, বাঙলা নববর্ষ উদযপন পর্ষদের আহবায়ক বেলায়েত হোসেন কনক এবং সদস্য সচিব- আশিক শিশির।