কুমিল্লা
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন-একজন মেধাবী একজন
গুনি মানুষ দেশ, সমাজ, ও জাতিকে বদলে দিতে পারে।আপনারা যারা আজকে এখানে
উপস্থিত আছেন আপনাদের হাত ধরে দেশ ও জাতি এগিয়ে যাবে মাদককে আমরা না বলব।
মাদক মুক্ত কুমিল্লা মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আজকে এই আয়োজন।আসুন আমরা
সকালের মাদককে না বলি মাদক মুক্ত নগর,মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলি।
মঙ্গলবার
সকাল ১১ টায় কুমিল্লা মহিলা সরকারি কলেজ অডিটোরিয়ামে বৈশাখী সামাজিক
সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত চলো পাল্টাই মাদকবিরোধী সাংস্কৃতিক
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেব উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ।
প্রধান
বক্তা ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন
কায়সার,বিশেষ অতিথি ছিলেন প্রফেসর এ,কে, এম জহিরুল আলম, কুমিল্লা সরকারি
মহিলা কলেজ, বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক
মোহাম্মদ আমির হামজা তরুণ, এ,বি পার্টি কুমিল্লা মহানগর এর আহ্বায়ক ও
জি,এম,সামদানি,কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম,মহানগর
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ কে এম সাহেব (পান্না), গোল্ডেন
স্পুনের ম্যানেজিং ডিরেক্টর রবিউল হক শামীম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোহাম্মদ আতাউর রহমান জুয়েল,
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত রাসূল মুসু।
আলোচনা শেষে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সঙ্গীতশিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন