সর্বশেষ সংবাদ https://www.comillarkagoj.com https://www.comillarkagoj.com/images/logo.png https://www.comillarkagoj.com https://www.comillarkagoj.com RSS feed from https://www.comillarkagoj.com en https://www.comillarkagoj.com 2025-12-13 2025-12-13 সর্বশেষ সংবাদ ওসমান হাদির মাথায় গুলি https://www.comillarkagoj.com/news/211668 https://www.comillarkagoj.com/news/211668 Sat, 13 Dec 2025 00:49:22 UTC Sat, 13 Dec 2025 00:49:22 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566993.jpg নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসন থেকে ইনকিলাব মঞ্চের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি। ১২ ডিসেম্বর বাদ জুমা রাজধানীর পল্টন ও ফকিরেরপুল এলাকায় নির্বাচনী জনসংযোগ চালানোর সময় অন্যদিক থেকে আসা একটি দল মোটরসাইকেলে করে এসে ওসমান হাদিকে গুলি করে চলে যায়। সেখান থেকে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।প্রত্যক্ষদর্শী সূত্র বলছে- সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার জুমার নামাজের পরে তুলনামূলক ফাঁকা রাস্তায় একটা-দুইটা গাড়ি চলছে। হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের লোকজন। এ সময় ভেসে আসে ‘বাঁচাও’, ‘বাঁচাও’ বলে একজনের চিৎকার। ব্যাটারিচালিত রিকশা থেকে চিৎকার করছিলেন তিনি।
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে https://www.comillarkagoj.com/news/211667 https://www.comillarkagoj.com/news/211667 Sat, 13 Dec 2025 00:49:26 UTC Sat, 13 Dec 2025 00:49:26 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566705.jpg ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। তার মাথায় প্রবেশ করা গুলি বাঁ কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে গেছে, ফলে মস্তিষ্কে গুরুতর আঘাত (ম্যাসিভ ব্রেইন ইনজুরি) হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। বর্তমানে তাঁর মাথার খুলি খোলা রাখা হয়েছে এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক।শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে জরুরি ব্রিফিংয়ে এসব তথ্য জানান নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদল উপস্থিত ছিলেন।সন্ধ্যায়
দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল https://www.comillarkagoj.com/news/211666 https://www.comillarkagoj.com/news/211666 Sat, 13 Dec 2025 01:17:54 UTC Sat, 13 Dec 2025 01:17:54 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566993.jpg নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। হাদির সমর্থকদের মতে, এ ঘটনায় জড়িতরা আগে থেকেই হাদিকে অনুসরণ করছিল এবং তার নির্বাচনি প্রচারণায় লিফলেট বিতরণেও অংশ নিয়েছিল। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয়নগর বক্স কার্লভার্ট রোডের ডিয়ার টাওয়ারের সামনে এ কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য মো. সাফিউর রহমান।সাফিউর রহমান বলেন, হাদি ভাই আগে থেকেই ঘোষণা দিয়েছিল ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ক্যাম্পেইন করবেন। ঘোষণা অনুযায়ী দলীয় সবাই সেখানে উপস্থিত হচ্ছিলেন। এসময় ওই দুই দুর্বৃত্তও উপস্থিত ছিলেন। তারা গত সপ্তাহেও একদিন আমাদের সঙ্গে ক্যাম্পেইন করেছিল। সব সময় মাস্ক
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে https://www.comillarkagoj.com/news/211665 https://www.comillarkagoj.com/news/211665 Sat, 13 Dec 2025 01:17:53 UTC Sat, 13 Dec 2025 01:17:53 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566993.jpg ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। ডা. মোস্তাক আহমেদ বলেন, ‘শরিফ ওসমান হাদির মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে।’তিনি আরও জানান, হাদির মাথার সিটিস্ক্যান করে গুলির সামান্য একটি অংশ বা ‘পিলেট’ দেখা গিয়েছিল এবং অপারেশনের মাধ্যমে সেই অংশটি বের করা হয়েছে।সন্ধ্যা ৭টার দিকে অপারেশন সম্পন্ন হয়। তবে অস্ত্রোপচারের পরও চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক।
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ https://www.comillarkagoj.com/news/211664 https://www.comillarkagoj.com/news/211664 Sat, 13 Dec 2025 01:17:52 UTC Sat, 13 Dec 2025 01:17:52 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566970.jpg নিজস্ব প্রতিবেদক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইনকিলাব মঞ্চ। শুক্রবার রাতে সাড়ে ৮টায় কুমিল্লা মহানগর শাখার আয়োজনে টমছমব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কান্দিরপাড়ে গিয়ে সমাবেশে করেন।সমাবেশে এসময় শিবিরের মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে তারা বলেন, নির্বাচনকে ঘিরে নানাভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা তারই বহিঃপ্রকাশ।বক্তারা বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার থাকার কথা থাকলেও ঘটনাস্থলে তার তেমন কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায়
হোমনায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই https://www.comillarkagoj.com/news/211663 https://www.comillarkagoj.com/news/211663 Sat, 13 Dec 2025 01:17:51 UTC Sat, 13 Dec 2025 01:17:51 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566944.jpg কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার হোমনায় সড়কের পাশে ভুট্টা খেত থেকে এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কারাকান্দি - বাহেরখেলা সড়কের পাশে শান্ত দাস নামে ওই যুবককে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। শান্ত দাস হোমনা বিজয়নগর গ্রামের গ্রাম পুলিশ অরুন চন্দ্র দাসের ছেলে।হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ওই যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত ছিলো। ধারনা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাকে হত্যা করা হয়েছে।নিহত শান্তর বাবা অরুন চন্দ্র দাস জানান, আমার ছেলে শান্ত ভাড়ায় একটি অটোরিকশা চালাতো। গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয় নি। পরে আজ সকালে
জনগণের কল্যাণে আমি আমৃত্যু কাজ করে যেতে চাই- মনির চৌধুরী https://www.comillarkagoj.com/news/211662 https://www.comillarkagoj.com/news/211662 Sat, 13 Dec 2025 01:17:50 UTC Sat, 13 Dec 2025 01:17:50 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566914.jpg নিজস্ব প্রতিবেদক: এলাকার উন্নয়নের জন্য যেকোনো ধরনের কাজকে আমি ঈমানের অংশ মনে করি। আমি কাজ পাগল মানুষ, জনগণের কল্যাণ আমি আমৃত্যু কাজ করে যেতে চাই।শুক্রবার বিকেলে আমড়াতলী ইউনিয়নের মাঝিগাছায় বিএপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, তফসিল ঘোষণা হয়ে গেছে, দেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইশারায় লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের দিকে নিয়ে গেছে। দেশের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থায় আমাদের দোয়া
সদর আসনের জনগণের আস্থার প্রতিদান দিতে চাই-হাজী ইয়াছিন https://www.comillarkagoj.com/news/211661 https://www.comillarkagoj.com/news/211661 Sat, 13 Dec 2025 01:17:49 UTC Sat, 13 Dec 2025 01:17:49 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566899.jpg নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলের পর কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন।শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে ছাতিপট্রি মসজিদে তাঁর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।দোয়া মাহফিল শেষে বিকালে হাজী ইয়াছিন নগরীর ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের তেলিকোনা, গোবিন্দপুকুরপাড় ও আশপাশ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লাকে নিয়ে তাঁর উন্নয়ন-ভিশন তুলে ধরে
অস্তিত্ব সংকটে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় https://www.comillarkagoj.com/news/211660 https://www.comillarkagoj.com/news/211660 Sat, 13 Dec 2025 01:17:48 UTC Sat, 13 Dec 2025 01:17:48 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566878.jpg রণবীর ঘোষ কিংকর।কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে অবস্থিত ‘চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়’। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি চান্দিনা উপজেলা তথা আশপাশের কয়েকটি উপজেলার মধ্যে সবচেয়ে প্রাচীণ বিদ্যাপিঠ। যে বিদ্যালয়ে ভর্তির জন্য প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপজেলা সদরে ছুটে আসতো, বর্তমানে ওই বিদ্যালয়ের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে অভিভাবকরা।পতিত আওয়ামী লীগ সরকার আমলে সারা দেশের প্রতি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ জাতীয়করণ করায় ওই তালিকায় যুক্ত হয় উপজেলা সদরের গৌরব গাঁথা ওই শিক্ষা প্রতিষ্ঠানটি। জাতীয়করণের আট বছর মধ্যে অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহ্যবাহী ওই বিদ্যালয়।যে বিদ্যালয়ে ২৫-৩০ নিয়মিত শিক্ষক শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত থাকতেন সেই বিদ্যালয়ে সাধারণ শাখায় বর্তমানে শিক্ষক মাত্র ৫জন! শিক্ষক
চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণ https://www.comillarkagoj.com/news/211659 https://www.comillarkagoj.com/news/211659 Sat, 13 Dec 2025 01:17:47 UTC Sat, 13 Dec 2025 01:17:47 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566844.jpg চৌদ্দগ্রাম প্রতিনিধি: তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের উপস্থিতিতে আলকরা ইউনিয়নে ও সেক্রেটারি মোঃ বেলাল হোসাইনের উপস্থিতিতে শুভপুর ইউনিয়নের নালঘর বাজারে এ কার্যক্রমের সূচনা করা হয়।জামায়াত নেতৃবৃন্দ জানান, জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান তফসিল ঘোষণার পর সারাদেশে লাগানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডসহ সকল প্রকার নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে আজ আমরা চৌদ্দগ্রামের সকল ইউনিয়নে ব্যানার ফেস্টুন অপসারণ শুরু করেছি। আমাদের সকল ইউনিয়নে নেতাকর্মীদেরকে নির্বাচন কমিশনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে অপসারণের এই নির্দেশনা দেয়া হয়েছে।নালঘর বাজারে নির্বাচনী বিলবোর্ড অপসারণকালে উপস্থিত ছিলেন
বাঙ্গরায় প্রতারণার জালে ২৩ লাখ টাকা আত্মসাৎ https://www.comillarkagoj.com/news/211658 https://www.comillarkagoj.com/news/211658 Sat, 13 Dec 2025 01:17:46 UTC Sat, 13 Dec 2025 01:17:46 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566828.jpg কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের সোনারামপুর গ্রামে প্রতারণার শিকার হয়ে পাঁচটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। ওই গ্রামের মৃত রকিব উদ্দিন আহাম্মদ ভুইয়ার দুই ছেলে জাকির হোসেন ও সালাউদ্দিন ভুইয়ার বিরুদ্ধে জমি বিক্রি ও হাওলাতের নামে প্রায় ২৩ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।সরেজমিনে জানা যায়, প্রতারক দুই ভাই বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগী আবদুল মোমেন মোল্লার কাছ থেকে ৩০ শতক জমি বিক্রির কথা বলে নেওয়া হয় ১৪ লাখ ২০ হাজার টাকা। ডাক্তার জাহাঙ্গীর আলম ভুইয়ার ছেলে মনির হোসেন ভুইয়ার কাছ থেকে ৮ শতক জমির বায়না
আচরণ বিধি মেনে পোস্টার অপসারণ করলেন জামায়াতের প্রার্থী দ্বীন মোহাম্মদ https://www.comillarkagoj.com/news/211657 https://www.comillarkagoj.com/news/211657 Sat, 13 Dec 2025 01:17:44 UTC Sat, 13 Dec 2025 01:17:44 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566768.jpg জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আচরণ বিধি মেনে কুমিল্লা-৬ সদর সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচনী এলাকায় পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন।এ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকাল দশটার দিকে তিনি নিজে বিভিন্ন স্থানে সাঁটানো পোস্টার অপসারণ করেন। এ সময় তিনি কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার সকল স্থান থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত পোস্টার, ব্যানার ও ফেস্টুন নির্বাচনী আচরণবিধি ও নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমা অনুযায়ী নিজ ব্যয় ও দায়িত্বে অপসারণ করার জন্য দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।এসময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা জামায়াত আমীর মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “নির্বাচন কমিশন
জামায়াতের ৩দিনের কর্মসূচি ঘোষণা https://www.comillarkagoj.com/news/211656 https://www.comillarkagoj.com/news/211656 Sat, 13 Dec 2025 01:17:43 UTC Sat, 13 Dec 2025 01:17:43 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566689.jpg মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর রাজধানী ঢাকার কৃষিবিদ হলে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।আগামী ১৫ ডিসেম্বর (সোমবার) রাজধানী ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে
আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ https://www.comillarkagoj.com/news/211655 https://www.comillarkagoj.com/news/211655 Sat, 13 Dec 2025 01:17:42 UTC Sat, 13 Dec 2025 01:17:42 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566674.jpg ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদেশনিবার (১৩ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচনের আগে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করতে নীলনকশা অনুযায়ী ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা বাড়ছে। আজ দুপুরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়। তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।রিজভী বলেন, একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করার জন্য নীলনকশা
কুমিল্লার ভুয়া পুলিশ ফরিদপুরে আটক https://www.comillarkagoj.com/news/211654 https://www.comillarkagoj.com/news/211654 Sat, 13 Dec 2025 01:17:41 UTC Sat, 13 Dec 2025 01:17:41 UTC https://www.comillarkagoj.com:443/2025/12/13/CK_1765566655.jpg ফরিদপুরে জনতার হাতে মো. সাগর হোসেন (২৩) নামে এক ভুয়া পুলিশ আটক হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের কোর্ট পাড় থেকে তাকে স্থানীয় জনগণ তাকে আটক করে। এসময় সে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা করছিল বলে দাবি স্থানীয়দের।আটক সাগর হোসেন কুমিল্লার বুড়িচং থানার রোমান ভূঁইয়ার ছেলে বলে জানা যায়।বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।