সর্বশেষ সংবাদ https://www.comillarkagoj.com https://www.comillarkagoj.com/images/logo.png https://www.comillarkagoj.com https://www.comillarkagoj.com RSS feed from https://www.comillarkagoj.com en https://www.comillarkagoj.com 2026-01-31 2026-01-31 সর্বশেষ সংবাদ কুমিল্লায় নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী জব ফেয়ার https://www.comillarkagoj.com/news/213471 https://www.comillarkagoj.com/news/213471 Sat, 31 Jan 2026 14:44:53 UTC Sat, 31 Jan 2026 14:44:53 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769849484.jpg কুমিল্লায় নার্সিং ও মিডওয়াইফারি পেশায় কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়।জব ফেয়ারে বিভিন্ন চাকুরীদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং বিপুল সংখ্যক চাকুরীপ্রত্যাশী তরুণ-তরুণী উপস্থিত হন। বিশেষ করে নার্সিং ও মিডওয়াইফারি বিভাগের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।ফেয়ারে চাকুরী প্রত্যাশীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন, জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন। আয়োজকদের মতে, এ ধরনের জব ফেয়ার তরুণদের কর্মসংস্থানে কার্যকর ভূমিকা রাখবে।চাকুরী প্রত্যাশীরা জানান, এমন আয়োজন আরও
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো https://www.comillarkagoj.com/news/213470 https://www.comillarkagoj.com/news/213470 Sat, 31 Jan 2026 01:41:12 UTC Sat, 31 Jan 2026 01:41:12 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769803263.jpg নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিভাগ হবে এবং কুমিল্লার নামেই বিভাগ হবে ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লা বিভাগ হবে ইনশাআল্লাহ। আগে ঘোষণা দিয়েছিলাম, আবারও বলছি। যেহেতু আমরা ঘোষণা করেছি এটা আমাদের পবিত্র দায়িত্ব। আমরা ক্ষমতায় গেলে কুমিল্লার নামে বিভাগ করবো। আর যদি না যেতে পারি যারা ক্ষমতায় যাবে, তাদের বাধ্য করবো।১৮ কোটি মানুষের দেশ। চারটি বিভাগ ছিল। বেড়ে বেড়ে ৮টা হয়েছে। ১০-১২ টি হবে কোন সমস্যা নেই। কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতেই হবে।শুক্রবার রাতে কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, কুমিল্লা বিভাগের সাথে বিমানবন্দর অতপ্রতভাবে জড়িত। কুমিল্লা বিমানবন্দর চালু করা
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা https://www.comillarkagoj.com/news/213469 https://www.comillarkagoj.com/news/213469 Sat, 31 Jan 2026 02:05:03 UTC Sat, 31 Jan 2026 02:05:03 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769803234.jpg বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ড. শফিকুর রহমান বলেছেন, সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা হয়ে গিয়েছে। তারা এখন আমদের মা-বোনের গায়ে হাত তুলা শুরু করেছে। যারা মা-বোনের গায়ে হাত তুলে আমরা তাদের ছেড়ে কথা বলবো না। এটি গণতন্ত্র নয়। আপনার যেমন নিজের কথা বলার অধিকার আছে; তেমনি অন্যের কথাও আপনাকে শুনতে হবে। তারা এক হাতে ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলছে, আরেক হাতে মায়ের গায়ে হাত তুলছে। তাদের এই দ্বিচারিতা বাংলাদেশের মানুষ বুঝে। আর বুঝে বলেই দেশের মানুষ এখন জামায়াতকে চায়। মানুষ বুঝে গেছে জামায়াত আসলে বাংলাদেশ ঠিক হবে। দেশের শান্তি আসবে।তিনি বলেন, আমরা কুমিল্লা টাউন হল মাঠেই
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে https://www.comillarkagoj.com/news/213468 https://www.comillarkagoj.com/news/213468 Sat, 31 Jan 2026 02:05:02 UTC Sat, 31 Jan 2026 02:05:02 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769803210.jpg নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, গোমাতীর উত্তরে পাঁচথুবী আমড়াতলী ইউনিয়ন শহরের অংশ হবে। নির্বাচিত হলে এ দুটি ইউনিয়নকে আমি কুমিল্লা মহানগরীতে একীভূত করবো। শুক্রবার পাঁচথুবী ইউনিয়নের সুবর্নপুর ও বামইলে পৃথক সমাবেশে তিনি এ কথা বলেন।তিনি বলেন, দেশে একটি মহল নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তোন ষড়যন্ত্রই নির্বাচন বন্ধ করতে পারবে না। ১২ ফেব্রুয়ারী নির্বাচন হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, গত ১৬ বছর এ অঞ্চলে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। দেশে দীর্ঘদিন ধরে হরিলুট চলেছে। যে যেভাবে পেরেছে সব লুটেপুটে খেয়ে ফেলছে। এলাকার উন্নয়নের জন্য আমি মনে করি আমার সংসদে যাওয়া প্রয়োজন। সেজন্য
চাঁদাবাজ-মাদককারবারীদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ https://www.comillarkagoj.com/news/213467 https://www.comillarkagoj.com/news/213467 Sat, 31 Jan 2026 02:05:01 UTC Sat, 31 Jan 2026 02:05:01 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769803192.jpg জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “ভোট দুইভাবে হয় একটা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজদের সঙ্গে আপস করে আরেকটা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। আমি ভোটের জন্য এই খেটে খাওয়া জনতার কাছে এসেছি, আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ঋণ খেলাপিদের ঘুম হারাম করে দেব।’’শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা এলাকায় একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য তিনি এসব কথা বলেন।হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘‘মাদক ব্যবসায়ী, মাদক কারবারীদের সঙ্গে জড়িত সবাইকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, আপনারা ভুল থেকে ফিরে আসুন, কর্মসংস্থানের প্রয়োজন হলে
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার https://www.comillarkagoj.com/news/213466 https://www.comillarkagoj.com/news/213466 Sat, 31 Jan 2026 02:05:00 UTC Sat, 31 Jan 2026 02:05:00 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769803490.jpg চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম অপুর বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানা উল্লাহ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে যৌথ বাহিনীর একটি টিম শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে যুবলীগ নেতা রবিউল হোসেন অপুর বাড়িতে অভিযান চালায়। এসময় অপু বাড়িতে ছিল না। প্রশাসন বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পাইপ গান ও একটি পাসপোর্ট উদ্ধার করে। অপু ওই গ্রামের আবুল বাশার মুহুরি ও কুলসুম বেগমের ছেলে।চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার সৈয়দ সানা উল্লাহ বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে
মুরাদনগরে আবাসিক এলাকায় অবৈধ চুন কারখানার দাপট https://www.comillarkagoj.com/news/213465 https://www.comillarkagoj.com/news/213465 Sat, 31 Jan 2026 01:41:18 UTC Sat, 31 Jan 2026 01:41:18 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769803175.jpg কুমিল্লার মুরাদনগর উপজেলায় পরিবেশ অধিদফতরের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে চুন কারখানা। এসব কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। দীর্ঘদিন ধরে এই দূষণের শিকার হয়ে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকায় বসতবাড়ির মাঝখানেই স্থাপন করা হয়েছে চুন পোড়ানোর এই কারখানাটি। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দিনের পর দিন কারখানাটি পরিচালনা করা হচ্ছে, যা এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।এলাকাবাসী জানান, প্রতিদিন চুন পোড়ানোর সময় ঘন কালো ধোঁয়া আশপাশের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। এতে শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি
কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় কৃষকদলের ৫ সদস্যের কমিটি ঘোষণা https://www.comillarkagoj.com/news/213464 https://www.comillarkagoj.com/news/213464 Sat, 31 Jan 2026 01:41:17 UTC Sat, 31 Jan 2026 01:41:17 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769803163.jpg ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা জোরদার ও বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা-১০ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক কুমিল্লা মহানগর কৃষক দলের আহ্বায়ক কাজী শাহিনুর হোসাইন (শাহীন)-কে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।গত বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে সারাদেশের ন্যায়
সড়ক দুর্ঘটনায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু https://www.comillarkagoj.com/news/213463 https://www.comillarkagoj.com/news/213463 Sat, 31 Jan 2026 01:41:16 UTC Sat, 31 Jan 2026 01:41:16 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769803121.jpg ইসমাইল নয়ন।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্কুলের বিরতিতে নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তামিম মাহমুদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান। তামিম মাহমুদ উপজেলার শশীদল পূর্বপাড়া গ্রামের প্রবাসী মোঃ মহসিনের বড় ছেলে এবং শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, গত ২৬ জানুয়ারি দুপুরে স্কুলের বিরতিতে যোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে কুমিল্লা দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে মাথা ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।ঘটনার
কুবি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত https://www.comillarkagoj.com/news/213462 https://www.comillarkagoj.com/news/213462 Sat, 31 Jan 2026 01:41:16 UTC Sat, 31 Jan 2026 01:41:16 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769803049.jpg কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ৬৭ দশমিক ৪২ শতাংশ।শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।জানা যায়, ৪৬,৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩১,২৪১ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৬৭ দশমিক ৪২ শতাংশ। বাকি ১৫,০৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন যা মোট পরীক্ষার্থীর ৩২.৫৮ শতাংশ।আরও জানা যায়, এবার কুমিল্লা এবং রাজশাহী দুই কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৯,৮২১ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১৯,৪৬৫ জন এবং রাজশাহী কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন
ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা https://www.comillarkagoj.com/news/213461 https://www.comillarkagoj.com/news/213461 Sat, 31 Jan 2026 01:41:15 UTC Sat, 31 Jan 2026 01:41:15 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769803026.jpg বর্ণাঢ্য আয়োজন, অদম্য উৎসাহ আর সুশৃঙ্খল ক্রীড়াশৈলীর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (গঊঝঈ) -এর ২৬তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মাদ আবু হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোজাহিদুল ইসলাম, এনডিসি, পিএসসি, জি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস জেনিফা ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ।দিনব্যাপী এই উৎসবের সূচনা হয় অভ্যর্থনা পর্বের মাধ্যমে, যেখানে আমন্ত্রিত অতিথিদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু
বিএনপি প্রার্থী রেদোয়ানের সপ্তম বাকি চার প্রার্থীর প্রথম নির্বাচন https://www.comillarkagoj.com/news/213460 https://www.comillarkagoj.com/news/213460 Sat, 31 Jan 2026 01:41:14 UTC Sat, 31 Jan 2026 01:41:14 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769803013.jpg জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। নির্বাচনী মাঠ প্রার্থীদের অনুকূলে থাকায় প্রচারণা সরেগরম ২৫৫ নং কুমিল্লা-৭ আসনটি। একটি মাত্র উপজেলা নিয়ে গঠিত চান্দিনা আসনটিতে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, ১০ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের মাও. সোলাইমান খাঁন, বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি এহেতাশামুল হক কাসেমী, সংস্কৃতি মুক্তিজোট প্রার্থী সজল কুমার কর।তাদের মধ্যে বিএনপি প্রার্থী ড. রেদোয়ান আহমেদ ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে গত ৬টি নির্বাচনে অংশ নিয়ে ৪টিতেই জয় লাভ করেছিলেন। মাত্র ২৭ বছর বয়সে
৩৬ দফা ইশতেহার ঘোষণা করল এনসিপি https://www.comillarkagoj.com/news/213459 https://www.comillarkagoj.com/news/213459 Sat, 31 Jan 2026 01:41:13 UTC Sat, 31 Jan 2026 01:41:13 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769802627.jpg ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলে এই ইশতেহার ঘোষণা করা হয়।ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির শীর্ষ নেতারা।এনসিপির ৩৬ দফা ইশতেহারে যা আছে:১. জুলাই সনদের যে দফাগুলো আইন ও আদেশের ওপর নির্ভরশীল, তা বাস্তবায়নের সময়সীমা ও দায়বদ্ধ কাঠামো তৈরিতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে।২. জুলাইয়ে সংঘটিত গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ
নির্বাচনে ভোট দেবেন ৯৩ শতাংশ মানুষ: জরিপ https://www.comillarkagoj.com/news/213458 https://www.comillarkagoj.com/news/213458 Sat, 31 Jan 2026 01:41:13 UTC Sat, 31 Jan 2026 01:41:13 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769802611.jpg আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটগ্রহণের আভাস মিলেছে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে অংশ নেওয়া ৯৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড-৩’ শীর্ষক এ জরিপের ফলাফল তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে জরিপের প্রধান ফলাফল উপস্থাপন করেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার।তিনি জানান, রাউন্ড-৩ জরিপে মূলত ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের ভোট প্রদানের ইচ্ছা এবং নির্বাচনের পরিবেশ নিয়ে জনমত তুলে ধরা হয়েছে। এই রাউন্ডটি এমনভাবে নকশা করা হয়েছে, যাতে আগের রাউন্ডে অংশ নেওয়া উত্তরদাতাদের মতামতের
উপেক্ষিত কৃষিশ্রম: ন্যায্য মজুরি নিশ্চিত করা অপরিহার্য https://www.comillarkagoj.com/news/213457 https://www.comillarkagoj.com/news/213457 Sat, 31 Jan 2026 01:41:11 UTC Sat, 31 Jan 2026 01:41:11 UTC https://www.comillarkagoj.com:443/2026/01/31/CK_1769802559.jpg বাংলাদেশের অর্থনীতিকে ধারণ করে আছে কৃষি এবং গ্রামীণ জীবনধারার মূল স্রোতও প্রবাহিত হয় কৃষিতে, আর কৃষির প্রাণশক্তি তার শ্রমিকেরা। দেশের শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ মানুষ কৃষিকাজে যুক্ত, যা কেবল একটি পরিসংখ্যান নয়; এটি আমাদের খাদ্য নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতির ভিত্তি। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এই বিপুল শ্রমশক্তির জন্য কোনো ন্যূনতম মজুরি কাঠামো তৈরি হয়নি। শিল্প ও সেবা খাতের ৪৭টি উপখাতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হলেও কৃষি শ্রমিকেরা আজও সেই কাঠামোর বাইরে রয়ে গেছে। রাষ্ট্রের অন্যতম প্রধান উৎপাদনশীল খাত যখন এমনভাবে উপেক্ষিত থাকে, তখন সমাজ ও অর্থনীতির দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়।বাংলাদেশে কৃষি শ্রমিকদের প্রতি রাষ্ট্রের