ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘সেলুন লাইব্রেরি’
Published : Tuesday, 26 January, 2021 at 6:52 PM
‘সেলুন লাইব্রেরি’লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার ৩০টি গ্রাম বাজারের ৩০টি সেলুন লাইব্রেরি পরিচালনা করছেন কলেজছাত্র জামাল হোসেন। গত এক বছর ধরে জ্ঞানের প্রসারে এই কাজ করছেন জামাল। প্রতিটি সেলুন লাইব্রেরিতে প্রতি সপ্তাহে নানা বিষয়ের ১০টি বই সরবরাহ করেন তিনি। ব্যক্তিগত আগ্রহ থেকেই বিনামূল্যে এসব সেলুন লাইব্রেরি পরিচালনা করছেন জামাল। বইয়ের পরিমাণ বাড়ানোরও পরিকল্পনা আছে তার। তবে, আর্থিক সঙ্কটের কারণে এই মুহূর্তে তা করতে পারছেন না। আদিতমারী উপজেলার টিপার বাজার এলাকার একটি সেলুনের মালিক সুকুমার চন্দ্র শর্মা। তিনি বলেন, ‘জামাল আমার সেলুনটি লাইব্রেরিতে পরিণত করেছেন। এখানে নিয়মিত জামাল হোসেনের দেওয়া বই রাখা হচ্ছে। সেলুনে লাইব্রেরি করায় আমি বেশ উপকৃত হচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আগে আমার দোকানের গ্রাহকরা ধূমপান করতেন। তবে এখন তারা ধূমপান করেন না। তারা বই পড়ে সময় ব্যয় করেন। আমি নিজেও কাজের অবসর সময়ে বই পড়ে সময় কাটাই। সেলুন লাইব্রেরিতে আরও বইয়ের চাহিদা আছে।’ একই এলাকার আরেক সেলুনের মালিক সঞ্জয় কুমার শর্মা বলেন, ‘আমার সেলুনের গ্রাহকরা বই পড়ার সুযোগ পেয়ে খুশি। সেলুন লাইব্রেরি তাকে বাণিজ্যিকভাবে লাভবান করছে।’ লালমনিরহাট শহরের কলেজ রোডে একটি সেলুনের মালিক নন্দ কুমার শীল বলেন, ‘সেলুন লাইব্রেরি আমার এবং গ্রাহকদের জন্য একটি ভালো উদ্যোগ। এখন আমর অবসর সময়কে সঠিক কাজে লাগাচ্ছি। সেলুনে যারা আসেন তারাও এখানে রাখা বই পড়নে।’ ‘সেুলন লাইব্রেরি মানুষের অবসর সময়কে কাজে লাগাতে অনুপ্রেরণা যোগাচ্ছে। বই পড়ে জ্ঞানার্জন করার সুযোগ করে দিচ্ছে। সমাজের মঙ্গলে এমন উদ্যোগের দরকার আছে,’ বলেন সেলুনে আসা ব্যবসায়ী নেহের আলী। আদিতমারী উপজেলার ভাদাই গ্রামের স্কুলশিক্ষক নূর ইসলাম বলেন, ‘সেলুন লাইব্রেরিতে অনেক ধরনের পাওয়া যাচ্ছে। এতে সবাই উপকৃত হচ্ছি। সাধারণত সেলুনে গিয়ে একটু অপেক্ষা করতে হয়। অনেক সময় বিরক্তও হতে হয়। কিন্তু, এখন এই অপেক্ষার সময়টুকু বই পড়ে কাজে লাগানো সম্ভব হচ্ছে।’ টিপার বাজার গ্রামের কলেজছাত্র দেলোয়ার হোসেন বলেন, ‘শুরু থেকে আমি ও অন্যান্য বন্ধুরা জামালকে সেলুন লাইব্রেরি চালাতে সহায়তা করছি।’ সেলুন লাইব্রেরির উদ্যোক্তা কলেজছাত্র জামাল হোসেন লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী ও আদিতমারী উপজেলার টিপার বাজার গ্রামের কৃষক আবদুস সাত্তার ও সাহেরবানু বেগমের ছেলে। জামাল হোসেন বলেন, ‘জেলার পাঁচটি উপজেলায় কমপক্ষে ১০০টি সেলুন লাইব্রেরি পরিচালনা করার পরিকল্পনা আছে আমার। পর্যায়ক্রমে এটি বাস্তবায়ন করবো। আমি টিউশন থেকে যা উপার্জন করছি সেই টাকা ও কিছু বন্ধু সহায়তায় সেলুন লাইব্রেরি পরিচালনা করছি।’ তিনি আরও বলেন, ‘আমি দেখেছি মানুষ সেলুনে এসে অহেতুক সময় নষ্ট করে। অনেকে আবার ধূমপার করে সময় কাটায়। তাই আমি সেলুন লাইব্রেরি গড়ে তোলোর উদ্যোগ গ্রহণ করি। আমি মনে করি এতে মানুষ জ্ঞানচর্চার সুযোগ পাবে।’