ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনার টিকা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান-জেলা প্রশাসক
ইসমাইল নয়ন
Published : Thursday, 28 January, 2021 at 7:36 PM
 করোনার টিকা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান-জেলা প্রশাসক করোনা ভাইরাসের টিকা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর। তিনি বলেন, আমরা এর আগেও অনেক রোগের এবং ভাইরাস জনিত রোগের টিকা নিয়েছি এবং সফল ও সুস্থ্য হয়েছি। এখন ক্রমান্বয়ে করোনার টিকা দেওয়া হবে। টিকা নিয়ে কোন প্রকার গুজবে কান না দিয়ে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল স্কুলের নতুন ভবনের উদ্বোধন ও দুলালপুর ইউনিয়নের বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক আবুল ফজল মীর এ কথা বলেন।
    এছাড়াও তিনি দিনব্যাপী দুলালপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন এবং এবং উপজেলা তথ্য সেবা প্রকল্পের আয়োজনে উঠান বৈঠকে প্রান্তিক নারীদের মাঝে তথ্য প্রযুক্তি সংম্পর্কে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন। এ সময় জেলা প্রশাসক আবুল ফজল মীর, হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদের উদ্যোগে (এলজিএসপি-৩) প্রকল্পের অর্থয়ানে ২০টি দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের ঋণ গ্রহিতাদের মাঝে চেক বিতরণ করেন।
    উপজেলা পরিষদ মডেল স্কুলের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
    অন্যদিকে দুলালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া। উপস্থিত ছিলেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মকর্তা মোঃ হালিম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মুনিরা বেগম, প্রকল্প বাস্তবায়ন সহকারী প্রকৌশলী আবু সাইদ, উপজেলা আ’লীগ নেতা শাহ আলম ঠিকাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল হাসান পলাশ, ইউপি মেম্বার আক্তার হোসেন, বাবুল হোসেন, মাহাবুব আলম, আবু হানিফ ভূইয়া রজু, সফিকুল ইসলাম, মোজ্জামেল হক ভূইয়া, কামরুন নাহার বেগম প্রমুখ।