অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪
Published : Tuesday, 9 February, 2021 at 5:26 PM
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চার জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি।
আটক চার জনের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সময় সতর্ক রয়েছে বিজিবি।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ৮৯ জনকে এবং সহায়তাকারী তিন দালালকে আটক করা হয়েছে।