কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নব নির্বাচিত মেয়র জিএম মীর হোসেন মীরুকে বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।সাবেক রেলপথমন্ত্রী জননেতা জনাব মুজিবুল হক এমপির চৌদ্দগ্রাম বাজারস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিল।অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চৌদ্দগ্রাম উপজেলা শাখার ২ শতাধিক সদস্য উ্পস্থিত ছিলেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবলু।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের সহ সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী,প্রচার সম্পাদক সাংবাদিক আবদুল জলিল রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।নবনির্বাচিত মেয়র বলেন-আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে সারাজীবন ধরে আপনাদের সাথে ছিলাম সামনের দিনগুলোতেও থাকবো। তিনি আরো বলেন- শিক্ষকগন আমার প্রিয় মানুষ। বিশেষ করে চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির দায়িত্বে থাকা মরহুম মাস্টার মমতাজুল করিম,আ ন ম সলিম উল্লাহ,শাহজাহান মজুমদারের নাম উল্লেখ করে বলেন তাদের সাথে আমার গভীর সম্পর্ক ছিলো।তাদের যেমনি সকল কাজে পাশে থেকে সহযোগীতা করেছি,বর্তমান সভাপতি সেক্রেটারীসহ আপনাদের সাথেও আমার সুসম্পর্ক আছে।বিগত সময়ের মত আগামীর দিনগুলোতে যে কোন প্রয়োজনে পথ চলার সাথী হিসেবে আমাকে পাবেন।তিনি পৌরসভার যে কোন কল্যানমূলক কাজে সকলের পরামর্শ কামনাকরে বলেন আপনাদের কাছে আমার প্রথম দাবী অন্তত সকল স্কুলের সামনে একটি করে ফুলের বাগান করবেন । অনুষ্ঠানের শুরুতে শিক্ষক নেতৃবৃন্দ নব নির্বাচিত মেয়রকে ফুলদিয়ে অভিনন্দন জানান এবং শিক্ষক সমিতির মনোগ্রাম সম্বলিত উত্তরীয় পরিয়ে দেন।