ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন
ইসমাইল নয়ন ॥
Published : Saturday, 13 February, 2021 at 6:18 PM
ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন  বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের জাতীয় সম্পদ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাদের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ মুক্তিযোদ্ধারাই পাক হানাদারদের কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন কালে প্রধান বক্তার বক্তব্যে সাবেক মন্ত্রী মতিন খসরু এমপি এ কথা বলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান করে এবং মুক্তিযোদ্ধের চেতনাকে লালন করেই আমরা এই দেশ ও জাতীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।
    উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজ্জামেল হক।
    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহা পরিচালক মোঃ জহুরুল ইসলাম রুবেল, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, বীর বিক্রম আবদুল বারী, বীর বিক্রম এম এ মান্নান, বীর প্রতীক রবিউল হোসেন, বীর প্রতীক মকবুল হোসেন, কুমিল্লা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবদুল মুমিন ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান। সার্বিক তত্ত্ববদানে ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম। পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহম্মেদ। এসময়, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, উপজেলা মক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক কমান্ডার নূরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোহাম্মদ আবদুল আলীম খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, বিআরডিবির সাবেক চেয়ারম্যান শাহীন খান মেম্বার সহ উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।