মো. হাবিবুর রহমান
কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল মাহবুবা খাতুন বালিকা ও যাত্রাপুর হযরত খাদিজাতুল কোবরা (রা:) এই দুই বালিকা এতিমখানার ২৪০ জন ছাত্রীকে পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেসরকারি উন্নয়ন সংস্থা দিশা ওই পোষাক বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে পোশাক পাওয়া এতিম বালিকাদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। অনেক শিশুরা একে অপরের কাছে বলাবলি করছে হাতে নতুন পোশাক পেয়ে মনে হচ্ছে কাল ঈদ! এমন আনন্দঘন ঝমকালো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সমাজ সেবার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) দিশার এজিএম বদরুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বে-সরকারি এতিমখানা কল্যাণ সমিতির সভাপতি হাফেজ বাশারত ভুইয়া, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ লোকমান, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, দিশার সিনিয়র পোগ্রাম কো-অর্ডিনেটর ইকবাল আহসান, এসিষ্ট্যান্ড পোগ্রাম অফিসার শামীনুর রহমান, মুরাদনগর হিলফুল ফুযুল শিশু সদন কমপ্লেক্সের পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান, মুরাদনগর দারুল উলুম উম্মে সাকিনা এতিমখানার পরিচালক মাওলানা আবু ইউসুফ, কাজিয়াতল মাহবুবা খাতুন বালিকা এতিমখানা কমপ্লেক্সর পরিচালক হফেজ কাজী ওমর ফারুক খন্দকার, যাত্রাপুর এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আব্দুল বাতেন ভুইয়া প্রমুখ।
পোশাক বিতরণ শেষে অতিথিবৃন্দ এতিমখানার অফিস কক্ষ, ক্লাশ রুম, ষ্টোর রুমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি দুই মহিলা এতিমখানা কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।