মো. হাবিবুর রহমান
কুমিল্লার দক্ষিণ মুরাদনগর আহ্লে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সোমবার রাতে নহল চৌমুহনী বাজার মাঠে ১০তম বার্ষিক সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন ফতেহাবাদ দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা শফিকুল ইসলাম। আখেরি মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ মুরাদনগর আহ্লে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও নোয়াকান্দি আল-আমিন বারীয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ অলি উল্ল্যাহ সুলতানী। ধামঘর ইউপি চেয়ারম্যান আবুল হাশেমের সভাপতিত্বে কারী মোহাম্মদ আজমাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, জন প্রশাসন মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুর রহিম ভুইয়া, মাওলানা হাফেজ সাইফুল ইসলাম চিশতী আল-কাদরী, মাওলানা হাবিুল্লাহ বেলালী, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল আলিম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক শামীম আহম্মেদ, নজরুল ইসলাম, রাসেল মিয়া, নোয়াকান্দি আল-আমিন বারীয়া দরবার শরীফের সাহেবজাদা মহিউদ্দিন ফাহাদ, দক্ষিণ মুরাদনগর আহ্লে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক ঠিকাদার আব্দুল অদুধ, কোষাধ্যক্ষ হাজী আব্দুর রহমান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল হোসেন ও ইউপি সদস্য হাজী ফিরোজ মিয়া প্রমুখ।