পুরান বাজার দাসপাড়ায় বিদ্যার্থী সংঘের ৫০ বছর পূর্তিতে এ বছর স্বরসতি প্রতিমার তৈরি করেছে উচ্চতা ২০ ফুট। যা গত বছরের তুলনায় এ বছর ৪ ফুট উচ্চতা বেশি। ২০২০ সালে বিদ্যার্থী সংঘের ৪৯ বছরে পদার্পন করে। তখন আমেরিকার নিউয়োর্ক সিটির ওয়াশিংটনে সরস্বতি প্রতিমার প্রতিমূর্তির আদলে নির্মান হয়েছিল ১৬ ফুট উচ্চতার।
এবছর তারই ধারাবাহিকতায় বিদ্যার্থী সংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্মাণ হচ্ছে ২০ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা। যা চাঁদপুর জেলার প্রথম সবচেয়ে বড় উচ্চতার মূর্তি। বিদ্যার্থী সংঘের সভাপতি ডি কে মৃণাল ও সাধারন সম্পাদক সুমন দাস জানান, এ বছর আমরা ফরিদপুরের সুকুমার পালের নিপুন হাতের কারু কাজের মাধ্যমে প্রতিমা নির্মান করেছি।তবে এ বছর অন্য কোনো দেশের কেটালব দেখে প্রতিমা তৈরি করা হয়নি। আমরা কারিগর দ্বারা নিজস্ব পছন্দের ডিজাইন মতো প্রতিমা তৈরি করাছি । আমারাই প্রতি বছর চেষ্টা করি চাঁদপুর জেলার মধ্যে সরস্বতি প্রতিমা ভিন্ন আঙ্গিকে করে থাকি।
গতকাল মঙ্গলবার সকালে দাস পাড়ায় বিদ্যার্থী সংঘের আয়োজনে মাস্ক বিতরন করা হয়, জীবন দ্বিপের রক্ত দান কর্মসূচী পালন করা হয়। এ সব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুরানবাজারের বিদ্যার্থী সংঘের ৫০ বছর পূর্তি উপদেষ্টা মনকুমার দাস, তাপস দাস, উত্তম দে, সুভাষ দাস, বিশ্বনাথ দাস, বিভাস দাস, পরিমল দাস, বলাই দাস, নিতাই দাস, সদস্য সুমন দাস (২), বাদল দাস, মৃদুল দাস, মনোজ হাওলাদার, প্রভাষ পোদ্দার, পলাশ দাস, সোহাগ মজুমদার, রতন সাহা, রাজিব চন্দ্র, সজল ঘোষ, বিপুল দাস, অভিজিত দে, অনিক সাহা, অভিজিত দাস, সজল দাস, সুব্রত দাস, শুভকংর দাস, মানিক দাস, চয়ন দাস, পলাশ দাস (২), তীর্থ দাস সজল ঘোষ, সুব্রত দাস।,চয়স দাস, অনিক দাস, বিপুল দাস, বাদল দাস কনক দাস প্রমূখ।