শাহরাস্তিতে মোবাইল কোর্ট এ ৭ টি মামলা ও অর্থপ্রদান
Published : Thursday, 18 February, 2021 at 10:22 PM
শাহরাস্তিতে মোবাইল কোর্ট পরিচালনা ৭টি মামলা ও অর্থ প্রদান করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এর তত্ত্বাবধানে শাহরাস্তি পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন। পৌরসভা নির্বাচন আচরণবিধি ২০১৫ এর বিভিন্ন বিধির উপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সচেতন করা হয়েছে এবং সরকারী আইন লঙ্ঘণের দায়ে ৭ টি মামলায় ২ হাজার ৪শত (দুই হাজার চারশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
শাহরাস্তি পৌরসভা নির্বাচন উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।