কুমিল্লার দেবিদ্বারে কাজী নজরুল ইসলাম স্মৃতি পাঠাগার এবং রাজী মোহাম্মদ ফখরুল কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ডক্টর’স মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার জাফরগঞ্জ পিরোজপুর এলাকায় রাজী মোহাম্মদ ফখরুল কম্পিউটার ল্যাব ও কাজী নজরুল ইসলাম স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান। এসময় দিনব্যাপী বই মেলারও উদ্বোধন করেন তিনি।
দেবিদ্বার এসএ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে ইউএনও রাকিব হাসান বলেন, অন্ধকার মানুষের দৃষ্টিকে অক্ষম করে ফেলে আর সে কারণেই মানুষ অন্ধকারকে ভয় পায়। সে আলোর খোঁজ করে, আলো জ¦ালতে চায়। মানুষ মূলত আলোক অভিসারী এক সূর্যমুখী। কিন্তু সূর্যমুখী হওয়াটা মোটেও সহজ কাজ নয়। আজ যেখানে আলোকিত, কাল সেখানেই অন্ধকার হানা দেয়। তাই মানুষকে আলোর সন্ধান জারি রাখতে হয়। মানুষ আলোর সন্ধানে জ্ঞান-বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দিয়েছে। এই জ্ঞানচর্চার একটি উপায় হিসেবে গ্রন্থাগার বা পাঠাগার গড়ে তুলেছে কখনও ব্যক্তিগত উদ্যোগে, কখনও যৌথভাবে। এ পাঠাগারটিও এমন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে এ পাঠাগার ও কম্পিউটার ল্যাবটি ভূমিকা রাখবে। জ্ঞানের উৎকর্ষ সাধনে পাঠাগার ও কম্পিউটার ল্যাবটি প্রতিনিয়ত কাজ করবে এ আশা ব্যক্ত করে ইউএনও আরও বলেন, মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে পাঠাগারে বই পড়ার বিকল্প নেই এবং এর মাধ্যমে সকল শ্রেণি ও পেশার পাঠককে বই পাঠে আগ্রহী করে তুলতে এ পাঠাগারটি ভূমিকা রাখবে।
কামাল হোসেনের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, ইউএনও রাকিব হাসানের সহধর্মীনী মোসা. মিসকাত আফরিন, জাফরগঞ্জ ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. এআর আনোয়ার হোসেন (প্রবাসী) মো. সোহরাব হোসেন ভূঁইয়া, অলিউল্লাহ, কাউছার হোসেন কায়েস প্রমুখ।