ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
Published : Monday, 22 February, 2021 at 6:36 PM
স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড শরীয়তপুর জেলার সদর উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামে খাদিজা আক্তার মধু (২০)  নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য হত্যার দায়ে তার স্বামী এবাদুল মৃধাকে (২৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান বুধবার এ রায় দেন।

এছাড়া এবাদুলের ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। এবাদুল হক মৃধা উপজেলার ভাষানচর এলাকার ছমেদ মৃধার ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (পিপি) ফিরোজ আহমেদ বলেন, খাদিজা আক্তার মধু নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে ২০১৮ সালের ১৬ মে হত্যা করা হয়। এতে তার মা ৭ জনকে আসামি করে পালং থানায় মামলা করেন।