ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কোন অনৈতিক কাজে প্রশ্রয় দেওয়া হবে না...জেলা প্রশাসক
Published : Friday, 12 March, 2021 at 12:00 AM, Update: 12.03.2021 1:39:09 AM
কোন অনৈতিক কাজে প্রশ্রয় দেওয়া হবে না...জেলা প্রশাসক লালমাই সংবাদদাতাঃ  কুমিল্লার নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, কোন অনৈতিক কাজে প্রশ্রয় দেওয়া হবে না। আমি যতদিন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করব ততদিন সপ্তাহের প্রতি বুধবার জনগণের জন্য উন্মুক্ত থাকবে, আমি তাদের সুখ দুঃখের কথা শুনব। গতকাল ১১ মার্চ কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কেএম সিংহ রতন, এনাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মোতাহার হোসেন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির খান, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, লালমাই থানার ওসি মোহাম্মদ আউয়ুব, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খানম, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক লালমাই শাখার ম্যানেজার ছোটন চন্দ্র দাস।
সভায় বক্তারা লালমাই উপজেলাকে একটি মডেল উপজেলা গঠন করার জন্য জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত পিআইও মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মহিউদ্দিন, খাদ্য কর্মকর্তা এবি সিদ্দিক, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব প্রমুখ।
মোহাম্মদ কামরুল হাসান গত ৭ মার্চ কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি হবিগঞ্জ জেলার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।