চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দর জোনের উদ্যোগে ৫০০০ নিম্ন আয়ের পরিবারকে ইফতার দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
এ সময় উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (বন্দর) এসএম মেহেদী হাসানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিএমপির অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) শাহ আবদুর রউফ বলেন, ‘প্যাসিফিক জিন্স ও কেএসআরএম দুই শিল্প প্রতিষ্ঠানের সহযোগিতায় সিএমপির বন্দর জোন এলাকায় বসবাসরত পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। আজ (বৃহস্পতিবার) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।’
তিনি বলেন, ‘এবারে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি ছোলা, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, এক কেজি লবন, এক লিটার ভোজ্য তেল ও একটি সাবানসহ মোট ১৮ কেজির একটি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর থলে প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হচ্ছে।’