ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় র‌্যাবের অভিযান সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোয় যুবক আটক
Published : Monday, 26 April, 2021 at 12:00 AM
কুমিল্লায় র‌্যাবের অভিযান সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোয় যুবক আটকনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে আরিফ বিল্লাহ নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাওগোদা পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই যুবককে আটক করে র‌্যাব। আরিফ নাওগোদা পশ্চিম পাড়া গ্রামের মোঃ হাছান আহমদের ছেলে।
কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম “আরিফ বিল্লাহ’’ফেসবুক আইডি ও “ফজিলত বর্ণনা’’ ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা, উস্কানীমূলক ভিডিও , অপপ্রচারমূলক লেখা পোষ্ট করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা এবং ধর্মীয় উগ্রবাদকে উসকে দিতেন এই যুবক।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ জানান, সে দীর্ঘদিন যাবৎ ফেসবুক আইডি, ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সামাজিক যোগাযোগে মাধ্যমে অপপ্রচারমূলক লেখা ও উস্কানীমূলক ভিডিও পোষ্ট করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায় মামলা হয়েছে।