![মুফতি হারুন ইজহার আটক মুফতি হারুন ইজহার আটক](http://comillarkagoj.com/2021/04/29/1619681215.jpg)
হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হারুন ইজহারকে র্যাব আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনআমল হাসান ফারুকী। বুধবার (২৮ এপ্রিল) নিজ নামে খোলা ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন তিনি।
ওই স্ট্যাটাসে ফারুকী লিখেন, ‘ইন্নালিল্লাহ! শায়খ মুফতি হারুন ইজহার হাফিঃ কে র্যাব তুলে নিয়ে গেছে। আল্লাহ তায়ালা হেফাজত করুন।’
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম র্যাব-৭ এর হেফাজতে আছেন হারুন ইজহার। তার বিরুদ্ধে মামলাগুলো পর্যালোচনা করা হচ্ছে। কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা পরে জানানো সম্ভব হবে।
লালখান বাজার মাদ্রাসা সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত ১২টার দিকে ওই মাদ্রাসা থেকে মুফতি হারুন ইজহারকে আটক করা হয়।