ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাড়া বাসা থেকে এএসআইয়ের মোটরসাইকেল চুরি
Published : Monday, 14 June, 2021 at 7:47 PM
ভাড়া বাসা থেকে এএসআইয়ের মোটরসাইকেল চুরিকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মোটরসাইকেল চুরি হয়েছে।

রোববার (১৩ জুন) দিবাগত রাতে ভূরুঙ্গামারী থানার রফিকুল ইসলামের ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল ভাড়া বাসার ভেতর থেকে চুরি হয়ে যায়।

সোমবার (১৪ জুন) সকালে চুরির বিষয়টি জানা যায়।

পুলিশ জানায়, উপজেলার কলেজ পাড়া এলাকার কামাল হোসেনের বাসায় ভাড়া থাকেন ভুরুঙ্গামারী থানার সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম। ঘটনার দিন বাসার কলাপসিবল গেটে তালা লাগাতে ভুলে যান বাসার লোকজন। এই সুযোগে চোর বাসার ভেতরে ঢুকে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘বাসার গেট খোলা থাকায় মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে না। আশা রাখি, এটি পাওয়া যাবে। মোটরসাইকেলটি উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।’