নোয়াখালীতে করোনা সংক্রমণ না কমায় তৃতীয় দফায় সদর উপজেলার ছয়টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভায় চলমান বিশেষ লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রথম ধাপে সাত দিন (৫ জুন থেকে ১১ জুন) লকডাউন ঘোষণা করা হয়। তবে করোনা সংক্রমণ না কমায় এ লকডাউন দ্বিতীয় দফায় আরও সাত দিন (১২ জুন থেকে ১৮ জুন) বাড়ানো হয়েছে। কিন্তু সংক্রমণ না কমায় চলমান লকডাউন আবারও বাড়িয়ে ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’ তিনি জানান, একই সঙ্গে আগের সব বিধিনিষেধ বহাল থাকবে।
লকডাউনকে আরও কার্যকর করতে বন্ধ থাকবে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল।