ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৩১ বলে ৫৯ রানের টর্নেডো ইনিংস খেলেছেন মোহামেডানের অধিনায়ক শুভাগত হোম। ৪ বাউন্ডারি ও ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি।
ওপেনার পারভেজ হোসেন ইমনের ৪১ রান ও শুভাগত হোমের ৫৯ রানে ভর করে ১৬৫ রান সংগ্রহ করেছে মোহামেডান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৪০ রানে প্রথম উইকেট হারায় মোহামেডান।
১৪ বলে ১০ রানে খেলতে থাকা আব্দুল মজিদকে বোল্ড করেন শেখ মেহেদী হাসান। দুর্দান্ত খেলে যাচ্ছিলেন পারভেজ হোসেন ইমন। ৩২ বলে ৪১ রান করে তিনি।
তাকেও সাজঘরের পথ দেখান মেহেদী।
এর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মোহামেডান। একসময় মনে হয়ে কম রানেই মোহামেডানকে বেঁধে ফেলতে পারবে গাজী গ্রুপ।
কিন্তু অধিনায়ক শুভাগত হোম মাঠে নেমে গাজীর হাত থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে নেন।
ষষ্ঠ উইকেটে মাহমুদুল হাসান লিমনের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন শুভাগত। লিমন ১৫ বলে ১৪ রান করে ফেরেন। ৩১ বলে ৫৯ রান করে শেষ পর্যন্ত দলকে টেনে নিয়ে যান শুভাগত। তার স্ট্রাইক রেট ১৯০.৩২!
গাজী গ্রুপের পক্ষে মেহেদী হাসান, রকিবুল আতিক ও মহিউদ্দিন তারেক দুটি করে উইকেট নেন।
এ প্রতিবেদন লেখার সময় ১৬ ওভারে ৬ উইকেটে ১২৩ রান সংগ্রহ করেছে গাজী গ্রুপ।
সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৬৫/৬ (২০ ওভার)
শুভাগত ৫৯*, ইমন ৪২, ইরফান ২৮;
মেহেদী ৪-১-২২-২, আতিক ৪-০-৩৩-২, তারেক ৪-০-৩০-২।