গত বুধবার (২৩ জুন) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ফাইনাল ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে কিউইরা। এই ম্যাচে ব্যবহৃত জার্সিটি মহৎ এক কাজের জন্য নিলামে তুলেছেন নিউজিল্যান্ডের ডানহাতি পেসার টিম সাউদি।
ক্যান্সারে আক্রান্ত ৮ বছর বয়সী শিশু হলি বিটির চিকিৎসা কাজে ব্যয় করার জন্য নিলামে তোলা হয়েছে জার্সিটি। যেখানে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে থাকা নিউজিল্যান্ডের ১৫ খেলোয়াড়ের অটোগ্রাফ। এরই মধ্যে জার্সিটির মূল্য ৩৬ হাজার ডলার ছাড়িয়ে গেছে।
আগামী ৮ জুলাই বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় শেষ হবে নিলাম। ট্রেড মি নামক এক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ নিলামটি আয়োজন করেছেন সাউদি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিলামের খবরটি সাজিয়েছেন সাউদি। তার আশা, এ নিলামের মাধ্যমে প্রাপ্ত অর্থ কিছুটা হলেও হলি বিটির চিকিৎসায় অবদান রাখবে।
সাউদি ইন্সটাগ্রামে লিখেছেন, ‘বিটির পরিবার যেভাবে লড়াই করে যাচ্ছে তা আমাদের জন্য দারুণ একটি বার্তা। ক্রিকেট মাঠে সাফল্য ও ব্যর্থতা যেটার মধ্য দিয়েই আমরা যাই না কেন, যারা হলির মতো স্বাস্থ্য নিয়ে ভুগছে তাদের চ্যালেঞ্জগুলোর তুলনায় এগুলা কিছুই নয়।’
‘আমি আশাবাদী, এই জার্সিটি বিটির পরিবারকে চিকিৎসার প্রয়োজনে কিছুটা সাহায্য করবে, যেহেতু হলি লড়াই চালিয়ে যাচ্ছে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে দলের ৮ উইকেটের জয়ে বড় অবদান রেখেছিলেন সাউদি। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ভারতকে ১৭০ রানে গুটিয়ে দেয়ার পথে ৪ উইকেট নেন তিনি। যেখানে ছিল দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিলের উইকেটও।