ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
সৌরভ মাহমুদ হারুন
Published : Wednesday, 30 June, 2021 at 8:45 PM
বুড়িচং থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটককুমিল্লার বুড়িচং থানা পুলিশ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা -মীরপুর সড়কের উপজেলার পূর্নমতি শহীদ মেম্বারের  মুরগির খামারে যাত্রী বাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। 
বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান মঙ্গলবার সকাল ৬.৪০ মিনিটে থানার সেকেন্ড অফিসার এস আই সুজয় কুমার মজুমদার, এ এস আই আল আমিন, এ এস আই জহিরুল ইসলাম, এ এস আই অহিদুর রহমান ভূইয়া সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা - ব্রাহ্মণপাড়া -মীরপুর সড়কের বুড়িচং উপজেলা সদর ইউনিয়ন এর পূর্নমতি বাগান বাড়ি শহীদ মেম্বারের  মুরগির খামারের সামনে অবস্থান নেয়। এসময় ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা গামী একটি যাত্রীবাহী সিএনজি কে পুলিশ তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় সিএনজি থেকে নেমে দুজন জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হল  ঠাকুর গাঁও জেলা ও  ঠাকুর গাঁও উপজেলা সদরের কচুবাড়ি আউলিয়া পুর গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে  সবুজ রানা (২৪) এবং জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর ( রিয়াসত আলী বাড়ীর) সিরাজুল ইসলামের ছেলে মোঃ আল আমিন (২৯)। মঙ্গলবার দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ওই দিন বিকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে তাদের কে জেল হাজতে প্রেরন করা হয়েছে।