ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান দায়িত্বগ্রহণ করেছেন।
বুধবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে প্রশাসন ভবনের তৃতীয়তলায় উপ-উপাচার্যের কার্যালয়ে তিনি দায়িত্ব বুঝে নেন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।
এসময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মুঈদ রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক তপন কুমার জোর্দ্দার, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক মামুনুর রহমান, অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ, অধ্যাপক আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘সবাইকে নিয়ে কাজ করতে চাই। দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, প্রায় চারমাস আটদিন শূন্য থাকার পর বুধবার (৩০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ। বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।