জামালদের বিরুদ্ধে শেখ জামালের দারুণ জয়
Published : Friday, 16 July, 2021 at 12:00 AM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে ছুটে চলছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১৩। নাটকীয় কিছু না হলে যে কিংসের ঘরেই থাকছে ট্রফি সেটা অনুমেয়। লড়াইটা বেশি এখন রানার্সআপ নিয়েই।
আবাহনী, শেখ জামাল ও মোহামেডান- তিন দলই আছে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে। তিন দলের মধ্যে একটু ভালো অবস্থানে শেখ জামাল। সাবেক চ্যাম্পিয়নরা আবাহানীর চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সাইফ স্পোর্টিং কাবের বিপে ২-১ গোলের জয় শেখ জামালকে তুলে দিয়েছে আরেকটি ভালো অবস্থানে।
জামালের দশম জয়টি এনে দিয়েছেন দুই বিদেশি গাম্বিয়ান পা ওমর জোবে ও উজবেকিস্তানের ওতাবেক। প্রথমার্ধের ইনজুরি সময়ে আরেক গাম্বিয়ান সোলেইমান শিলার কাছ থেকে বল পেয়ে গোল করেন জোবে।
৫৬ মিনিটে পেনাল্টি পায় সাইফ স্পোর্টিং কাব। নাইজেরিয়ান জন ওকোলি গোল করে ম্যাচে সমতা ফেরালেও শেষ রা হয়নি জামাল ভূঁইয়ার সাইফ স্পোর্টিংয়ের। ৭৬ মিনিটে ওতাবেকের গোলে জামাল ভূঁইয়াদের হারিয়ে দারুণ জয় পায় শেখ জামাল।
১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে সাইফ স্পোর্টিং কাব। শেখ জামাল ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।