মৌসুম শুরুর ত্রফি দে শাম্পিওনে কিংবা ফরাসি সুপার কাপের টানা আটবারের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ত জার্মেই। এবারও ট্রফি ধরে রাখার মিশন ছিল। কিন্তু নেইমার-কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া পিএসজি বড় ধাক্কা খেয়েছে। বর্তমান ফরাসি লিগ চ্যাম্পিয়ন লিলের কাছে ১-০ গোলে হেরে মৌসুম শুরুর ট্রফি হাতছাড়া হয়েছে মাউরিচিনো পোচেত্তেনিয়োর দল।
অনুশীলনে মাত্র কয়েকদিন হলো যোগ দেওয়ায় নেইমার-এমবাপ্পে খেলেননি। সের্হিয়ো রামোসের চোট, ইউরো জেতা ইতালির মার্কো ভেরাত্তি ও জিয়ানলুইজি দোনারুম্মার কেউই ছিলেন না ম্যাচে। ইসরায়েলের তেল আবিবে তাদের ছাড়া মাঠে নামা পিএসজির বিপক্ষে পর্তুগিজ তারকা জেকার লক্ষ্যভেদে লিল ম্যাচটি জিতেছে।
৪৫ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শটে পিএসজি গোলকিপার কেইলর নাভাসকে পরাস্ত করেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি পিএসজি। তাদের একটি প্রচেষ্টা জালে জড়ালেও অফসাইডের কারণে সমতায় ফেরা হয়নি।
লিল ক্নিনশিট রেখেই মৌসুম শুরু করতে যাচ্ছে। আগামী শুক্রবার থেকে ফরাসি লিগ ওয়ান মাঠে গড়াবে। তার আগে জায়ান্ট পিএসজিকে হারিয়ে ট্রফি জয়ের আনন্দ বর্তমান চ্যাম্পিয়নদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে।