ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডেই সবচেয়ে বেশি ব্যর্থ বিরাট কোহলি। বিশ্বের এ সময়ে অন্যতম সেরা এই ব্যাটসম্যান লর্ডসে সবশেষ ৭ ইনিংসে ব্যাট করে একবারও সেঞ্চুরি তো দূরে থাক, ফিফটিও করতে পারেননি।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান লর্ডস টেস্টে ১০৩ বলে ৪২ রানের ইনিংসে খেলে ওলি রবিনসনের বলে আউট হয়ে ফেরেন কোহলি।
অবাক করা বিষয় হলো- ক্রিকেটের আবাসভূমি হিসেবে পরিচিত লর্ডসে এ সময়ের সেরা ব্যাটসম্যান কোহলি ব্যর্থ। পরিসংখ্যানগত দিক থেকে দেখলে ক্রিকেটের ‘মক্কা' খ্যাত লর্ডসই কোহলির সবচেয়ে অপয়া মাঠ।
লর্ডসে এ নিয়ে নিজের সপ্তম ইনিংসেও অর্ধশত রান করতে পারেননি ভারতীয় অধিনায়ক। বিশ্বের আর কোনো মাঠে এতটা খারাপ নজির নেই কোহলির। সাত ইনিংস খেলেও লর্ডসে ব্যাট উঁচু করার সুযোগ পাননি বিরাট।
এর আগে যুক্তরাষ্ট্রের লডারহিল, শ্রীলংকার কলম্বোর এসএসসি ও ভারতের তিরুবনন্তপুরম স্টেডিয়ামে টানা তিন ইনিংসে ফিফটি হাঁকাতে ব্যর্থ হন কোহলি।