ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাবরের ব্যাটে বড় লিডের স্বপ্ন পাকিস্তানের
Published : Sunday, 15 August, 2021 at 2:29 PM
বাবরের ব্যাটে বড় লিডের স্বপ্ন পাকিস্তানেরকিংস্টন টেস্ট যেন অধিনায়কদের নৈপুণ্য প্রদর্শনের ম্যাচে পরিণত হয়েছে।

আগের দিন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট খেললেন ৯৭ রানের ঝলমলে ইনিংস।

স্যাবাইনা পার্কে তৃতীয় দিনে যেন ব্রাথওয়েটের ইনিংসটাকেই কার্বন কপি করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

বাববের ব্যাটে ভর করে বড় লিডের স্বপ্ন দেখছে পাকিস্তান। তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের লিড ১২৪ রান।

প্রথম ইনিংসে পাকিস্তানের ২১৭ রানের জবাবে ক্যারিবীয়রা করেন ২৫৩ রান। যেখানে অধিনায়ক ব্রাথওয়েট খেলেছেন ২২১ বলে ৯৭ রানের ধৈর্যশীল ইনিংস।

প্রথম ইনিংসে ক্যারিবীয়রা পান ৩৬ রানের লিড।

নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে পাক অধিনায়ক বাবর আজম ১৩৯ বল খেলে ৫৪ রান সংগ্রহ করেছেন।

শনিবার ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। ইমরান বাটকে শূন্য রানে ফেরান পেসার কেমার রোচ।

এর পর আবিদ আলী (৩৪) ও আজহার আলী (২৩) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দুজনের কেউ-ই বড় ইনিংস খেলতে পারেননি।

এর পর ফাওয়াদ আলম শূন্য রানে সাজঘরে ফিরলে দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ৫৬ রানের জুটি। রিজওয়ান ৩০ রান করে আউট হন। এর পর ফাহিম আশরাফকে নিয়ে দিনের খেলা শেষ করেন বাবর। বাবর ১৩৯ বলে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন। ৭৯ বলে ১২ রান করে অপরাজিত ফাহিম।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ও জায়ডেন সিলস দুটি করে উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)

পাকিস্তান ১ম ইনিংস : ২১৭/১০ (৭০.৩ ওভার)
ফাওয়াদ ৫৬, ফাহিম ৪৪, বাবর ৩০;
হোল্ডার ২৬/৩, সিলস ৭০/৩, রোচ ৪৭/২

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২৫৩/১০ (৮৯.৪ ওভার)
ব্রাথওয়েট ৯৭, হোল্ডার ৫৮
শাহীন ৫৯/৪, আব্বাস ৪২/৩

পাকিস্তান ২য় ইনিংস : ১৬০/৫ (৭০ ওভার)
বাবর ৫৪*, আবিদ ৩৪, রিজওয়ান ৩০
রোচ ১৫/২, সিলস ৫০/২

পাকিস্তানের লিড ১২৪ রান।