ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে অসহায় দিন মজুরের চিকিৎসার দায়িত্ব নিলেন স্বেচ্ছাসেবলীগের ১০১ টিম
শাহীন আলম
Published : Wednesday, 18 August, 2021 at 3:57 PM
দেবিদ্বারে অসহায় দিন মজুরের চিকিৎসার দায়িত্ব নিলেন স্বেচ্ছাসেবলীগের ১০১ টিমকুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবলীগের ১০১ টিম সদস্যরা এক অসহায় দিন মজুরের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। 
বুধবার সকালে দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের দিনমজুর ইব্রাহীম খলিল কালার হাতে চিকিৎসা বাবদ  নগদ ৫০ হাজার টাকা তুলে দেন কুমিল্লা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ১০১ টিমের প্রধান মো. লিটন সরকার। 
এসময় উপস্থিত  ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের , যুগ্ম আহবায়ক মোঃ মামুনুর রশিদ সরকার, সদস্য জেমস, খলিলুর রহমান, জুয়েল রানা, যাদব রায়,রবিউল হাসান,শামীম, জসিম উদ্দিন সহ ১০১ টিমের অন্যান্য সদস্যরা। 
ইব্রাহীমের পরিবার সূত্রে জানা গেছে, পায়ের ব্যাথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে  তার কিডনি লিভারসহ বহু রোগে আক্রান্ত ছিলেন দিনমজুর ইব্রাহীম খলিল।  তাঁর চিকিৎসার ব্যয় খরচ করতে হিমসীমে পড়ে তার পরিবার। পরে  কুমিল্লা উত্তর জেলা লিটন সরকারের নেতৃত্বে 'স্বেচ্ছাসেবক লীগ ১০১টিম তার চিকিৎসার দায়িত্ব নেন। 
স্বেচ্ছাসেবলীগের ১০১ টিমের কয়েকজন  সদস্য জানান,  গত কয়েকদিন ধরে ফেইসবুকে ইব্রাহিমের জন্য অর্থ সাহায্য চেয়ে একটি পোস্ট ভাইরাইল হলে স্বেচ্ছাসেবক লীগ টিম ১০১ এর অন্যতম সদস্য জেমস এর নজরে আসে।  জেমস বিষয়টি টিমের প্রধান সমন্বয়ক লিটন সরকারকে অবগত করেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতান চান। দেবিদ্বারে অসহায় দিন মজুরের চিকিৎসার দায়িত্ব নিলেন স্বেচ্ছাসেবলীগের ১০১ টিম

টিমের সমন্বয়ক লিটন সরকার বলেন, আমরা যে দল করি এটা হলো সেবা শান্তি প্রগতি অর্থাৎ মানুষের সেবা করা। বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে একজন নগণ্য কর্মী হিসেবে মানুষের সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য অত্যান্ত গর্বের। তিনি আরও বলেন, আমাদের অনুপ্রেরণা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র এবং দেবিদ্বারের  সংসদ রাজী মোহাম্মদ ফখরুল এমপির দিকনির্দেশনায় এবং সার্বিক সহযোগিতায় আমরা টিম ১০১ মানুষের কল্যাণে প্রতিটি কাজ করে যাচ্ছি। তিনি ইব্রাহিম খলিলের চিকিৎসায় আরও সহায়তা করবেন বলেও আশ্বস্ত করেন এবং দেশ বিদেশ ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।
প্রসঙ্গত,  কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের ১০১ টিম করোনায় আক্রান্তের লাশ দাফন, অক্সিজেন সেবা, খাদ্য সহায়তা, নগদ অর্থ সহায়তা, বৃক্ষরোপণ, কৃষকদের ধান কাটা মাড়াই, মেডিকেল টিম গঠন করে ফ্রী চিকিৎসা সেবা প্রদান, জনসচেতনতা বৃদ্ধি করতে ফেইস মাস্ক, স্যানিটাইজার, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা,  প্রতিবন্ধী, হতদরিদ্র ও চিকিৎসা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।