ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না ইউরোপীয় ইউনিয়ন
Published : Saturday, 21 August, 2021 at 8:54 PM
তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না ইউরোপীয় ইউনিয়নইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডে লিয়েন বলেছেন, তালেবানকে স্বীকৃতি দেয়নি এবং তাদের সঙ্গে কোনও রাজনৈতিক আলোচনা করছে না ইউরোপীয় ইউনিয়ন। শনিবার তিনি এই মন্তব্য করেন। সশস্ত্র গোষ্ঠীটি আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার প্রায় এক সপ্তাহ পর এই মন্তব্য করলেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রধান নির্বাহী শনিবার মাদ্রিদে একটি অভ্যর্থনা কেন্দ্রে তাদের হয়ে কাজ করা আফগান কর্মীদের পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, এই বছর আফগানিস্তানের জন্য মানবিক ত্রাণ সহযোগিতা বাড়িয়ে ৫৭ মিলিয়ন করার প্রস্তাব দেওয়া হবে।

লিয়েন জানান, ইইউ’র উন্নয়ন সহযোগিতা মানবাধিকার, সংখ্যালঘু, নারী ও মেয়েদের অধিকার রক্ষার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, তালেবানের কথা আমরা হয়ত সবাই শুনেছি। কিন্তু সর্বোপরি আমরা কর্মকাণ্ড দিয়ে তাদের পরিমাপ করব।