Published : Friday, 27 August, 2021 at 12:00 AM, Update: 27.08.2021 1:11:34 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও
গাঁজা উদ্ধার করেছে র্যাব। এসব মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার
করা হয়েছে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে। গত ২৫ আগস্ট কুমিল্লা সদর উপজেলার
আমতলী বিশ্বরোড, আলেখারচর এবং সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায়
পৃথক এ তিনটি অভিযান চালানো হয়। এসময় উদ্ধার করা হয় ৯ হাজার ৬৫০ পিস ইয়াবা
এবং তিন কেজি গাঁজা। জব্দ করা হয় একটি ট্রাক।
গ্রেফতারকৃত মাদক
ব্যবসায়ীরা হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর থানার চিনারচর গ্রামের মোঃ আছর
উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মমিন, বগুড়ার গাবতলী থানার লাংলু মধ্যপাড়া
গ্রামের মোঃ মানিক হোসেন মন্ডলের ছেলে মোঃ হেলাল, গাজীপুর জেলার শ্রীপুর
থানার ত্রিমোহনী গ্রামের আবু সিদ্দিকের মেয়ে হ্যাপী আক্তার এবং মাদারীপুর
সদর উপজেলার হাড়িকুমারিয়া গ্রামের আজাদুর রহমান বাচ্চুর ছেলে মোঃ শাকিল
আহম্মেদ।
বিষয়টি নিশ্চিত করে র্যাব কুমিল্লার উপ পরিচালক ও কোম্পানী
অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ
দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য
ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে
কুমিল্লা জেলার সংশ্লিস্ট থানায় পৃথক পৃথক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত
থাকবে।