ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতে অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৬
Published : Friday, 3 September, 2021 at 7:26 PM
ভারতে অনুপ্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ৬ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের সময় ছয়জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সীমান্তের মাটিলা-বটতলা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাদারীপুর জেলার কানুরগাও গ্রামের তরুণ মণ্ডল (৩৭), খুলনার মোল্লা ডাঙ্গা গ্রামের মেয়ে আমিনা খাতুন (২২), ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্জারামপুর গ্রামের সুমি আক্তার (২৪), একই গ্রামের নাসরিন আক্তার (৩০), নড়াইলের খড়িয়ালা গ্রামের তাজমুল (৩২) ও পেরুলি গ্রামের শাহাকুব (১৭)।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, আটকদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় সব ধরনের অনুপ্রবেশ বন্ধে সতর্ক রয়েছে বিজিবি।