ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে সাংবাদিক বাবুলের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত
Published : Wednesday, 22 September, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।দাউদকান্দিতে মরহুম সাংবাদিক শহীদুর রহমান বাবুলের ২০তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার আয়োজনে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া করা হয়। মরহুম সাংবাদিক শহীদুর রহমান বাবুল দৈনিক যুগান্তর দাউদকান্দি প্রতিনিধি ও সাপ্তাহিক জনতার প্রত্যাশার স্টাফ রিপোর্টার ছিলেন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শহিদুল ইসলাম শোভন।
নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিসচা'র পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী মো: জাকির হোসেন, নিসচা সদস্য ডা: মোজাম্মেল হক, সাংবাদিক মোহাম্মদ হানিফ খান, মোসাম্মৎ  শেলিনা আক্তার, মো: সফিকুল ইসলাম, মোহাম্মদ শাহীন চৌধুরী, এস.এম মিজান, কাওসার আহমেদ সোহেল।
এসময় নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম সাংবাদিক শহীদুল রহমান বাবুলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু মূসা।
উল্লেখ্য ২০০১ইং সালের ২১ সেপ্টেম্বর সাংবাদিক শহীদুর রহমান বাবুল দাউদকান্দি থেকে নিজবাড়ি দশপাড়ায় বেবিট্রেক্সী যোগে যাওয়ার সময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের গাজীপুর পেট্রোলপাম্পের সামনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়।