ক্রোম ব্রাউজারের নতুন ভার্সন নিয়ে এসেছে গুগল। নতুন এই ভার্সনের নাম ক্রোম-৯৪। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, আইওএস এবং ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ক্রোমের নতুন ভার্সনটি ব্যবহার করতে পারবেন।
ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, ক্রোমের নতুন আপডেট আনার ঘোষণা দিয়েছে গুগল। এই ভার্সনে নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে। সঙ্গে গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থাকে করা হয়েছে আরও শক্তিশালী।
গুগল জানিয়েছে, ১৯টি নিরাপত্তা ইস্যুকে বিবেচনায় নিয়ে ক্রোমের আপডেট ভার্সন ছাড়া হয়েছে। পাশাপাশি আগের অনেক বাগ দূর করা হয়েছে এই ভার্সন থেকে। ফলে নতুন ভার্সনে ব্যবহারকারীরা আরও সুরক্ষিত থাকবেন। গোপনীয়তা ও নিরাপত্তার কারণেই ক্রোম-৯৪ জরুরি ভিত্তিতে আপডেটের পরামর্শ দিয়েছে গুগল কর্তৃপক্ষ।
আপডেটেড ক্রোম ব্রাউজার দিয়ে কোনও ওয়েবসাইটে প্রবেশ করলে সেটির নিরাপত্তা যাচাই করবে গুগল। ওই ওয়েবসাইট হুমকির কারণ হয়ে থাকলে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেওয়া হবে। এটা ছাড়াও নতুন ক্রোম ব্রাউজারে তথ্য শেয়ারিং সম্পর্কিত কিছু সুবিধা পাবেন ব্যবহারকারীরা।