দুর্র্ধষ চেন্নাইয়ের কাছে সাকিববিহীন কলকাতার হার
Published : Monday, 27 September, 2021 at 12:00 AM
স্থগিত
আইপিএলের আসরে টানা দুই ম্যাচ জয়ের পর অবশেষে পরাজয়ের স্বাদ পেল কলকাতা
নাইট রাইডার্স। এই তিন ম্যাচ তারা একাদশে উইনিং কম্বিনেশন ধরে রেখেছিল। আজো
সুযোগ পাননি সাকিব আল হাসান। ম্যাচের নিয়ন্ত্রণ বারবার হাতবদল হয়েছে। যে
কারণে ফলাফল আসতে অপেক্ষা করতে হয়েছে চেন্নাইয়ের ইনিংসের শেষ বল পর্যন্ত।
টান টান উত্তেজনা ছড়ানো ম্যাচ ২ উইকেটে জিতে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির
চেন্নাই সুপার কিংস। অলরাউন্ড পারফম্যান্সে ম্যাচসেরা হয়েছেন রবীন্দ্র
জাদেজা।
আবুধাবির জয়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬
উইকেটে ১৭১ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। শুরুতে ১০ রানে শুভমান
গিল (৯) আউট হয়ে যাওয়ায় তারা চাপে পড়েছিল। আরেক ওপেনার ভেঙ্কটেশ আইয়ারও ১৮
রান করেন। তিনে নামা রাহুল ত্রিপাঠি ৩৩ বলে ৪৫ রান করে ভিতটা পাকা করে দেন।
এরপর নিতিশ রানার ২৭ বলে ৩৭, আন্দ্রে রাসেলের ১৫ বলে ২০ আর দিনেশ
কার্তিকের ১১ বলে ২৬ রানের বিস্ফোরক ইনিংসে বড় স্কোর পায় কলকাতা।
চেন্নাইয়ের হয়ে দুটি করে উইকেট নেন হ্যাজেলউড ও শার্দুল ঠাকুর। ১টি নেন
রবীন্দ্র জাদেজা।
জবাবে চেন্নাইকে দুর্দান্ত শুরু এনে দেন রুতুরাজ
গায়কোয়াড় এবং ফাফ ডুপ্লেসিস। ২৮ বলে ৪০ রান করা গায়কোয়াড়ের বিদায়ে ভাঙে ৮.২
ওভার স্থায়ী ৭৪ রানের ওপেনিং জুটি। ডু প্লেসিসও ৩০ বলে ৪৩ রানের ইনিংস
উপহার দেন। তিনে নামা মঈন আলী করেন ২৮ বলে ৩২। এর মাঝেই দ্রুত কয়েকটি উইকেট
হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। কিন্তু সাত নম্বরে নেমে জাদেজা আবারও ম্যাচ
ঘুরিয়ে দেন। ১৯.৫ ওভারে সুনিল নারিনের বলে বোল্ড হওয়ার আগে তিনি খেলেন ৮
বলে ২ চার ২ ছক্কায় ২২ রানের টর্নেডো ইনিংস। দুই দলের স্কোর তখন সমান। শেষ
বলে সিঙ্গেল নিয়ে চেন্নাইকে জিতিয়ে দেন দীপক চাহার।