ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নেইমারের ওপর রেগে আগুন এমবাপ্পে, ভিডিও ভাইরাল
Published : Monday, 27 September, 2021 at 12:33 PM
নেইমারের ওপর রেগে আগুন এমবাপ্পে, ভিডিও ভাইরালচোটে পড়ে মোঁপেলিয়ের বিপক্ষে রোববারের ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। 

তবে সেদিন মেসির অভাব বুঝতে দেননি পিএসজির উঠতি তারকারা। এ ম্যাচে এমবাপ্পে ও নেইমারের মতো মহাতারকারা গোল না পেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইদ্রিসা গেয়ি ও হুলিয়ান ড্র্যাক্সলার।

ম্যাচের একপর্যায়ে পাস না পেয়ে নেইমারের ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। ম্যাচের সম্প্রচারকারী সংস্থা চ্যানেল প্লাসের একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সেই দৃশ্য,  যা ফুটবলপ্রেমীদের মাঝে ভাইরাল।

ম্যাচের প্রথম গোলদাতা ইদ্রিসাকে গেয়ি বলছেন, ‘এমন একটি পাস একবারও সে (নেইমার) আমাকে দেয়নি।’ এ কথা বলার সময় এমবাপ্পের শারীরিক ভাষাই বলছিল যে, নেইমারের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ তিনি।

রোববারের ম্যাচে ১৪তম মিনিটে গোল করেন ইদ্রিসা এবং ৮৯তম মিনিটে গোল করেন ড্রাক্সলার।

ড্রাক্সলারের গোলের পেছনে অবশ্য নেইমারের হাত রয়েছে। মূলত গোলের মূল কাজটিই করে দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। ড্রাক্সলার শুধু বলটি জালে জড়ান।

আর নেইমারের এই এসিস্টের সময় সাইড বেঞ্চে বসে খেলা দেখছিলেন এমবাপ্পে। ড্র্যাক্সলারের গোলের মিনিটখানেক আগেই এমবাপ্পে ও ডি মারিয়াকে তুলে নেন কোচ পচেত্তিনো। এমবাপ্পে বদলিতে মাউরো ইকার্দিকে মাঠে নামানো হয়। ডি মারিয়ার বদলিতে নামেন হুলিয়ান ড্রাক্সলার।

আর মাঠে নেমেই নেইমারের দারুণ এক এসিস্টে গোলের দেখা পান ড্রাক্সলার। 
এ সময় সাইড বেঞ্চে বসে থাকা সতীর্থ ইদ্রিসাকে হাত নেড়ে নেইমারের বিরুদ্ধে অভিযোগ করেন এমবাপ্পে। পা উঠিয়ে দেন সামনে বসা সতীর্থের মাথার ওপরে। তার শারীরিক ভাষাই বলছিল, প্রচণ্ড ক্ষুব্ধ তিনি।

অবশ্য এমবাপ্পের এমন ক্ষোভ প্রকাশের যথেষ্ট কারণ রয়েছে। ৮৮ মিনিট মাঠে থাকার পরও নেইমার এমন একটি পাসও দেননি এমবাপ্পেকে।

ভিডিওতে দেখুন -