ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেখ রাসেল অনূর্ধ্ব-১৮ ফুটবল শুরু বৃহস্পতিবার
Published : Wednesday, 29 September, 2021 at 7:52 PM
শেখ রাসেল অনূর্ধ্ব-১৮ ফুটবল শুরু বৃহস্পতিবারশেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ প্রথমবারের মতো আয়োজন করেছে শেখ রাসেল অনূর্ধ্ব-১৮ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সাইফ পাওয়ারটেকের সার্বিক পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রথম আসরে ঢাকা মহানগরীর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩২টি শাখা নকআউট ভিত্তিতে অংশ নিচ্ছে।

টুর্নামেন্ট উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেল সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন-চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা, রানার্সআপ ১ লাখ। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড়, ম্যাচসেরাদেরও পুরস্কার দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক।

আগামী ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন। ওইদিন প্রথমবারের মতো সরকারিভাবে পালিত হবে ‘শেখ রাসেল দিবস।’

১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনেই এই টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের মহাসচিব কেএম শহীদ উল্লাহ।

সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার মো. রুহুল আমিন বলেছেন, ‘প্রথম আয়োজন বলে ঢাকা মহানগরীর ৩২টি দল নিয়ে শেখ রাসেল গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তবে ভবিষ্যতে গ্রামগঞ্জেও টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছা আছে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে শিশুদের মধ্যে ফুটবল ছড়িয়ে দিতে চাই।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম বলেন, ‘তরফদার রুহুল আমিন না থাকলে এই বড় আয়োজন সম্ভব হতো না। তিনি ফুটবল ও দাবার পাশাপাশি অনেক খেলায় অবদান রাখছেন।’