Published : Saturday, 16 October, 2021 at 12:00 AM,  Update: 16.10.2021 1:29:38 AM
				
				
			 
			                                                        
স্টাফ
 রিপোর্টার: আগামীকাল ১৭ অক্টোবর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা 
অনুষ্ঠিত হবে। রবিবার বিকাল ৫টায় অনুষ্ঠেয় এ বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন 
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর 
মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। উক্ত সভায় সবাইকে উপস্থিত থাকার 
আহবান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
জানা
 গেছে, রবিবার অনুষ্ঠেয় বর্ধিত সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, 
১৮ অক্টোবর টাউন হল মাঠে জনসভা, ২১ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কুমিল্লা মহানগর আওয়ামী লীগের দলীয় 
কার্যালয় টেলি কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন প্রসঙ্গে আলোচনা করা হবে।