ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির অধ্যাপক ড. কামরুল হাসান মজুমদার সংবর্ধিত
Published : Friday, 13 May, 2022 at 12:00 AM, Update: 13.05.2022 12:51:19 AM
আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির অধ্যাপক ড. কামরুল হাসান মজুমদার সংবর্ধিতপ্রদীপ মজুমদার :
কুমিল্লার গণমানুষের নেতা, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বরেণ্য রাজনীতিবিদ সাবেক সাংসদ প্রয়াত অধ্যক্ষ আবুল কালাম মজুমদার এর ভ্রাতুষ্পুত্র আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির অধ্যাপক, ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার ড. কামরুল হাসান মজুমদার চাচার প্রতিষ্ঠিত লালমাই সরকারি কলেজ নিজভূমে সংবর্ধিত হয়েছেন গুণী এই শিক্ষক । যেখানে শৈশবের অনেক স্মৃতি বিজড়িত গুণী এই মানুষটির। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারী কলেজের আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার ১২ মে কলেজের হলরুমে সম্মাননা হিসেবে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। সংবর্ধনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ড. কামরুল হাসান মজুমদার, উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবদুর রহিম,কৃষি ব্যাংকের অবসর প্রাপ্ত এজিএম সুরেশ সূত্রধর,
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সোলায়মান চৌধুরীর সঞ্চালনায় ও অমর কৃষ্ণ বণিক এবং মজিবুর রহমান রবের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন
কুমিল্লা চেম্বার অফ কমার্সের পরিচালক এমদাদুল হক মজুমদার, শিক্ষক পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপিকা নাজমা আক্তার মনি, অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপিকা ফরিদা ইয়াসমিন আঁখি, সহ কলেজের শিক্ষক, শিক্ষীকা ও ছাত্র ছাত্রী।
 সংবর্ধিত অতিথিকে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার জীবন ও কর্ম বই উপহার দেন বইয়ের লেখক প্রভাষক ওমর ফারুক।
উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের সভাপতি শুভাশিস ঘোষ বলেন এমন একজন মানুষকে পেয়ে আমরা সত্যিই গর্বিত। যিনি মফস্বল থেকে পড়ালেখা করে আজ আন্তর্জাতিক ভাবে অবদান রাখছেন। তিনি আমেরিকার অভিজ্ঞতা এবং শিক্ষার কৌশল শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার জন্য বলেন।
ড. কামরুল হাসান মজুমদার বলেন আমি ছোট সময় আমার চাচার সাথে ওনার হাত ধরে কলেজ আঙ্গিনায় হেঁটেছি। সেসব স্মৃতির তাগিদে এবং কুমিল্লাকে কিছু দেয়ার জন্য এসেছি। তিনি শিক্ষাখাতে মোটিভেশান সহ যেকোন সহযোগিতার কথা বলেন।