রোববার ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১
ট্রেনের টিকিট শতভাগ বিক্রি হবে অনলাইনে
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৯:১৮ পিএম আপডেট: ১৩.০৩.২০২৪ ৯:২১ পিএম |

ট্রেনের টিকিট শতভাগ বিক্রি হবে অনলাইনে ট্রেনের টিকিট শতভাগ বিক্রি হবে অনলাইনে যাত্রীদের হয়রানি এবং স্টেশনে রাত্রীযাপনের দুর্ভোগের কথা মাথায় রেখে এবার অনলাইনেই শতভাগ ট্রেনের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
বুধবার (১৩ মার্চ) রাজধানীর রেলভবনের সভাকক্ষে এ তথ্য জানান তিনি।রেলমন্ত্রী বলেন,আমরা চাই যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। যাত্রীদের অসুবিধা করে আমরা কাউকে সুযোগ দিতে চাই না। এজন্য আমরা রেলের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।
একজন যাত্রী ৪টি টিকিট কাটতে পারবেন জানিয়ে মন্ত্রী বলেন,একজনের টিকিট আরেকজন কাটার সুযোগ নেই। কালোবাজারি রোধ করতে আমরা ব্যবস্থা নেব। সেই সঙ্গে আনা হয়েছে এবার ওটিপি সুযোগ। যাত্রীদের কথা চিন্তা করে কালোবাজারির ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক অবস্থানে আছি।
 
টিকিট কালোবাজারির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা মোবাইলে কোডের মাধ্যমে ওটিপি পাঠাব। তখন সেই ওটিপি দিয়ে তারপর ট্রেনের টিকিটের টাকা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে টিকিট হোল্ড করে রাখা বা অন্য কোনো কালোবাজারি করার সুযোগ থাকবে না।
 
মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রার ট্রেনের টিকিটে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে কালোবাজারির দিকে। আমরা সবোচ্চ সতর্কতার সঙ্গে এ নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ আছে কালোবাজারি বন্ধ করতে হবে।
রেলমন্ত্রী বলেন, এবারের ঈদের টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ থেকে। অনলাইনের চাপ কমাতে এবার পূর্বাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে অনওয়ার্ড আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি করা হবে দুপুর ২টা থেকে। যাত্রীরা টিকিট কাটার ১০ দিন পরে যাত্রা করতে পারবেন।
 
ঈদযাত্রায় যাত্রীদের চাপ কমানোর জন্য ১৬টি ঈদ স্পেশাল ট্রেন নতুন যুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ফিরতি টিকেট কাটতে পারববেন ৩ এপ্রিল থেকে এবং ঈদ যাত্রার ট্রেনের টিকিট কেনা হলে ফেরত দেয়ার সুযোগ থাকবে না।












সর্বশেষ সংবাদ
সুষ্ঠু ভোট নিয়ে নানা শংকায় ভোটাররা
‘একটি জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’
রোববার মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী
ব্রাহ্মণপাড়ায় হঠাৎ বৃষ্টিতে প্রাণ ফিরে পেল বীজতলা
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানসহ ৬০ কেজি গাঁজা উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে চৌদ্দগ্রামে নিহত ৫
ফেনীতে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন ছিড়ে সড়কে যান চলাচল বন্ধ!
ভ্রমণ ভিসায় বাংলাদেশীদের ওপর নিষেধাজ্ঞা দিল ভারত
চেষ্টা করলে কেউ বিফলে যায় না : এমপি প্রাণ গোপাল
ট্রাফিক পুলিশের বিরুদ্ধে রিকশাচালককে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft