‘টেস্ট সিরিজ কঠিন হবে’
Published : Sunday, 31 January, 2021 at 12:00 AM
ওয়ানডে ফরম্যাটে লিটন দাস
সাধারণত ওপেনার হিসেবে খেলে থাকেন এবং উইকেটরকের দায়িত্ব পালন করেন না। তবে
টেস্ট ক্রিকেটে তিনি ব্যাট হাতে সাত নম্বর পজিশনে খেলেন এবং একই সাথে
উইকেটরকের দায়িত্ব পালন করেন। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশ হলেও
টেস্টে তারা কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে মনে করছেন লিটন। কেননা ওয়ানডের
তুলনায় সফরকারীদের ব্যাটিং-বোলিং লাইন আপ দুটোই ভালো।
আজ অনুশীলনের
ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, 'আমি মনে করছি টেস্ট সিরিজটি আমাদের জন্য
অনেক কঠিন চ্যালেঞ্জের হবে। তাদের পেস ও স্পিন বোলিং আক্রমণ ভালো। অনেক
কিছুর ওপর অবস্থা নির্ভর করবে। আমরা দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেট খেলতে
নামছি। আমি মনে করছি আমাদের তুলনামুলক ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের
ক্রিজে টিকে থাকতে হবে এবং প্রতিটি সেশনে ম্যাচের অবস্থা আমাদের মানিয়ে
নিতে হবে। ব্যাটিং-বোলিং উভয় েেত্রই পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। আমাদের বড় ও
ভালো পার্টনারশিপ গড়তে হবে।'
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে এ সিরিজ দিয়েই
টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। দলের সেরা পারফরমেন্স বের করে আনতে
সাকিবের অন্তর্ভুক্তি সহায়ক হবে বলেন লিটন। তিনি বলেন, 'সাকিব ভাই সব সময়ই
ম্যাচে একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন এবং ভালো পারফরমেন্স করতে
খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন। তার অন্তর্ভুক্তি সব সময়ই আমাদের
ব্যাটিং-বোলিংকে শক্তিশালী করে। আমরা টেস্ট ক্রিকেট খেলতে মুখিয়ে আছি এবং
সবাই ভালো করার জন্য ুধার্ত। আশা করছি সব কিছু ভালোই হবে।'