তানভীর দিপু: স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দিনে জয়ী হলো দাউদের খারা ইয়ং স্টার, ফ্রেন্ডস অফ কুমিল্লা ক্রিকেটার্স, ছাতিপট্টি টাইগার্স ও প্রজন্ম একাদশ। দিনের প্রথম খেলায় টসে জিতে ব্যাটিংয়ে নামে ইয়ং বয়েজ কাব। ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৩ রান করে তারা। দলের পক্ষে ২১ বলে ৩৯ ও ১৯ বলে ২৪ রান সংগ্রহ করেন। জবাবে দাউদের খারা ৫ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। ৮উইকেটের বিশাল জয় পায় দাউদের খারা ইয়ংস্টার।
দিনের দ্বিতীয় ম্যাচে পূর্ব চাঁনপুরকে ৫ উইকেটে হারায় ফ্রেন্ডস অফ কুমিল্লা ক্রিকেটার্স। টসে জিতে ব্যাট করতে নামে পূর্ব চাঁনপুর। ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে চাঁনপুর। দলের পক্ষে ১৪ বলে ৪৫ রান করেন ফাহিম ও ১৭ বলে ৪০ রান করেছেন শাহীন। ফ্রেন্ডসদের পক্ষে ১৬ রানে ৩ উইকেট নেন সুমন ও ১৩ রানে ২ উইকেট নেন সবুজ। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছায় ফেন্ডস অফ কুমিল্লা ক্রিকেটার্স। দলের পক্ষে ১০ বলে ৩৫ রান করেন ফারুক, ১৯ বলে ৪৫ রান করেন রাকিব। চাঁনপুরের মোজাম্মেল ৮ রানে নেনত ৩টি উইকেট। ফ্রেন্ডস অব কুমিল্লা ৫ উইকেটে জয় পায়।
তৃতীয় ম্যাচে আমির একাদশকে হারায় ছাতিপট্টি টাইগার্স। টসে জিতে ব্যাটিং নেয় আমির একাদশ। ১০ ওভারে ৮ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে ১০ বলে ৩০ রান করে আলাউদ্দিন। ছাতিপট্টির প্রাণতোষ নেন ১৩ রানে ৩ উইকেট। জবাবে ৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয় পায় ছাতিপট্টি। ১৭বলে ৪৯ রান করে তালহা এবং ১১ বলে ৩১ রান করে রবিন। আমির একাদশের উৎস নেন ২০ রানে ২ উইকেট।
চতুর্থ ম্যাচে সংরাইশ একাদশকে ৪৩ রানে হারায় প্রজন্ম একাদশ। টসে জিতে ব্যাট করতে নেমে ১০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে প্রজন্ম। প্রজন্মের পক্ষে ২৬ বলে ৫৭ রান করেন কুদ্দুস আর রাজু করে ১৬ বলে ৩৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮ উইকেটে ১০০ রানে গুটিয়ে যায় সংরাইশ। দলের পক্ষে তারেক ১১ বলে ২৮ রান করেন। প্রজন্মের অপু ১৮ রানে ৩ উইকেট এবং উজ্জল ১১ রানে ২ উইকেট নেন।
দ্বিতীয় রাউন্ড- খেলার সূচী:
-১৪মার্চ রবিবার সকাল ০৯:০০ টায় ইয়ং স্টার কাব বনাম হৃদয়ে বাংলাদেশ, সকাল ১১টায় দ্যা শেখ হাসিনা ইলেভেন বনাম শুভেচ্ছা স্পোর্টিং কাব, দুপুর ১:৩০ ফৌজদারী রাইডার্স বনাম বালুধুম স্পোর্টিং কাব, বিকাল ৩ টায় কুমিল্লা স্টার ইলেভেন বনাম প্রয়াত আদর্শ ফ্রেন্ডস কাব।
১৫ মার্চ সোমবার সকাল ৯টায় নিউ স্টার ক্রিকেট কাব বনাম অশোকতলা রাইডার্স, সকাল ১১ টায় সংরাইশ বয়েজ বনাম আড়াইওরা সোনালী সংসদ, দুপুর দেড়টায় ওল্ড স্কুল কুমিল্লা বনাম হারুন স্কুল ওয়ারিয়রস, বিকেল ৩টায় সুপার ডায়নামিক বনাম সংরাইস ইলেভেন।
-১৬ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় গৌরীপুর থান্ডার্স গ্লাডিয়াটর্স বনাম ফ্রেন্ডস ইলেভেন, সকাল ১১টায় সিফাত একাদশ বনাম জাঙ্গালিয়া একাদশ, দুপুর দেড়টায় বীর মুক্তিযোদ্ধা সুরুত আলী সংঘ বনাম চর্থা ফ্রেন্ডস কাব, বিকেল ৩টায় কালিরবাজার কিংস বনাম অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
-১৭ মার্চ বুধবার সকাল ৯টায় গেইম সুইংগার বনাম বাগিচাগাঁও একাদশ, সকাল ১১ টায় ভিক্টোরিয়া কিংস বনাম শিমপুর ক্রিকেট একাদশ, দুপুর দেড়টায় ভাই ব্রাদার্স ইলেভেন বনাম ঠাকুরপাড়া ওয়ারিয়রস, বিকেল ৩ টায় চর্থা রেডিয়াম কাব বনাম দাউদের খাড়া ইয়ং স্টার কাব।
-১৮মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় এন.সি.সি বয়েজ কাব বনাম সিলেট একাদশ, সকাল ১১ টায় এন.আর.এস সুপার কিংস বনাম মোগলটুলি একাদশ, বিকেল ৩ টায় নীতিবান ক্রিড়া সংগঠন বনাম জুভেন্টাস কাব।
-১৯ মার্চ শুক্রবার সকাল ৯টায় শাহাপুর স্টার একাডেমি বনাম ফ্রেন্ডস অব ক্রিকেটার্স কুমিল্লা, সকাল ১১টায় ছাতিপট্টি টাইগারস বনাম দূর্গাপুর স্পিড বয়েজ কাব, দুপুর ২টায় জিপসী আলটিমেট বনাম ভুবনঘর স্পোর্টস, বিকেল ৩টায় কালিয়াজুরী সুপার কিংস বনাম ৯৪ওয়ারিয়রস।