ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘ব্রাজিলে করোনায় মৃত্যু আমাদের ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা‌‌’
Published : Saturday, 27 March, 2021 at 2:53 PM
‘ব্রাজিলে করোনায় মৃত্যু আমাদের ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা‌‌’ব্রাজিলে করোনাভাইরাসে ব্যাপক প্রাণহানিকে ভয়াবহ গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এরইমধ্যে দেশটিতে করোনায় তিন লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার জার্মানির একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‌‘শুধু গত মঙ্গলবারই ব্রাজিলে কোভিড আক্রান্ত হয়ে তিন হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে। এটি আমাদের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা।’

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারো করোনা মহামারি নিয়ে জনগণের কাছে মিথ্যাচার করেছেন বলেও মন্তব্য করেন লুলা দা সিলভা। তিনি বলেন, আমাদের অবশ্যই ব্রাজিলের মানুষকে এই কোভিড-১৯ এর প্রকোপ থেকে রক্ষা করতে হবে। এই লোক (বলসোনারো) যদি এভাবে চালাতে থাকে তাহলে ব্রাজিলের মানুষ তা সহ্য করবে না।

গত বুধবার পর্যন্ত ব্রাজিলে করোনায় তিন লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাইতে বলসোনারোর প্রতি আহ্বান জানিয়েছেন লুলা।