ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইপিএলের জন্য পাকিস্তান সিরিজে ছাড় পাবেন ডি ককরা
Published : Saturday, 27 March, 2021 at 8:03 PM

আইপিএলের জন্য পাকিস্তান সিরিজে ছাড় পাবেন ডি ককরাআইপিএলে চুক্তিবদ্ধ জাতীয় দলের ক্রিকেটারদের পাকিস্তান সিরিজের মাঝপথে ছেড়ে দিবে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওয়ানডের পর ভারতের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন কুইন্টন ডি কক, কাগিসো রাবাদারা।

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী শুক্রবার। এরপর দুই দল খেলবে চারটি টি-টোয়েন্টি। সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি শেষ হবে আগামী ১৬ এপ্রিল।

এর আগেই আগামী ৯ এপ্রিল শুরু হয়ে যাবে আইপিএলের এবারের আসর। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের শুক্রবারের প্রতিবেদনে জানায়, ৪ এপ্রিল দ্বিতীয় ওয়ানডের পর আইপিএলে খেলতে ক্রিকেটারদের ভারতে যাওয়ার অনুমতি দিবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

এবারের আইপিএলে দক্ষিণ আফ্রিকার পেসার আনরিক নরকিয়া ও রাবাদা খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে, কিপার-ব্যাটসম্যান ডি কক আছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড মিলারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আরেক পেসার লুঙ্গি এনগিডি চেন্নাই সুপার কিংসে।

ক্রিকইনফোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু ক্রিকেটার যেন দলের প্রথম ম্যাচ খেলতে পারেন সেজন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ভাড়া করা বিমানে তাদের আনার চেষ্টা চালাচ্ছে। বিসিসিআইয়ের গাইডলাইন অনুসারে, চার্টার্ড ফ্লাইটে আসলে ক্রিকেটারদের জৈব-সুরক্ষা বলয়ে থাকা দলের সঙ্গে যোগ দেওয়ার আগে বাধ্যতামূলক সাত দিনের আইসোলেশনে থাকতে হবে না। তবে, কমার্শিয়াল ফ্লাইটে ভ্রমণ করাদের এই নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।

ভারতে হতে যাওয়া ৫২ দিন ও ৬০ ম্যাচের এবারের আইপিএলে নেই কোনো ‘হোম’ ম্যাচ। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে চেন্নাইয়ে শুরু হবে আসর।