ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডুবে গেল কয়লাবোঝাই কার্গো
Published : Saturday, 27 March, 2021 at 8:26 PM
ডুবে গেল কয়লাবোঝাই কার্গোযশোরের অভয়নগরের নওয়াপাড়ার ভৈরব নদে তলা ছিদ্র হয়ে কয়লাবোঝাই কার্গো ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শনিবার সকাল ৮টার দিকে নওয়াপাড়ার ভৈবর নদের রাজঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা গ্রুপ মোংলা বন্দরের হার্ডবাড়িয়া থেকে গত মঙ্গলবার এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ কার্গোতে ৭৬৫ টন কয়লা লোড করা হয়; যা অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়।

বুধবার রাতে ওই কার্গোটি নওয়াপাড়ার রাজঘাট সাহারা গ্রুপের নিজ ঘাটে নোঙর করে। শনিবার সকাল ৭টার দিকে কয়লা আনলোডের কাজ শুরু হলে কার্গোর তলদেশ ছিদ্র হয়ে হ্যাজের ভিতরে পানি প্রবেশ করতে থাকে। এরই একপর্যায়ে সকাল সাড়ে ৮টার সময় ভৈরব নদে কার্গোটি তলিয়ে যায়।

কার্গোতে থাকা মাস্টার শুকানি, লস্কার ও শ্রমিকরা নিরাপদ আশ্রয় নেয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ এর লস্কর মাহফুজুর রহমান জানান, শনিবার সকাল থেকে কয়লা আনলোড করার সময় হ্যাজের ভিতর পানি উঠতে থাকে।

জাহাজের ত্রুটি থাকায় দেড় ঘণ্টা পর কার্গোটি ভৈরব নদে তলিয়ে যায়।

সাহারা গ্রুপের ম্যানেজার রেদোয়ান জানান, অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত কয়লাবোঝাই এমবি প্রবাহ কার্গো-২ শনিবার ভৈবর নদে তলিয়ে গেছে। ৭৬৫ টন কয়লার মধ্যে ৩০ থেকে ৪০ টন কয়লা আনলোড করা হয়েছে। বাকি কয়লা খোয়া গেছে।