নিজেদের প্রধান কার্যালয় এ বছরের মে থেকে খুলে দেওয়ার পরিকল্পনা করেছে ফেইসবুক। যদি কোভিড-১৯ পরিস্থিতি কিছুটা ঠিক হতে থাকে, তাহলেই শুধু পরিকল্পনা অনুসারে কার্যালয় খুলবে প্রতিষ্ঠানটি। রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের ওই কার্যালয় খুলে দিলেও শুরুতে শুধু ১০ শতাংশ জনশক্তি কার্যালয়ে যোগ দেবে। শুক্রবার নিজেদের পরিকল্পনার ব্যাপারে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত বছর নভেল করোনাভাইরাস মহামারীর মুখে থমকে যায় বিশ্ব, সংক্রমণ ঠেকাতে লকডাউনে ঘরবন্দী জীবন শুরু করেন বিশ্বের বহু মানুষ। ওই সময়টিতে যে কয়টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রথম ধাপে বাসা-থেকে-কাজ কাঠামো শুরু করেছিল, তাদের মধ্যে ফেইসবুক অন্যতম।
মেনলো পার্কে প্রধান কার্যালয় খুলতে পারলে নিজেদের ফ্রেমন্ট এবং সানিভেলে অবস্থিত কার্যালয়ও ১০ শতাংশ জনশক্তি নিয়ে খুলে দেবে ফেইসবুক। সেক্ষেত্রে মে মাসের ১৭ তারিখে ফ্রেমন্ট এবং ২৪ তারিখে সানিভেল কার্যালয়ে পুনরায় নিজেদের কর্মকাণ্ড শুরু করবে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার টেকনোলজিসও নিজেদের কার্যালয় খুলে দেওয়ার পরিকল্পনা জানিয়েছে। মার্চের ২৯ তারিখে ২০ শতাংশ জনশক্তি নিয়ে কার্যালয় খোলার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। আপাতত উবার কর্মীদের কার্যালয়ে যোগ দেওয়ার কোনো বাধ্যবাধকতা থাকবে না। “স্বতঃপ্রবৃত্ততার ভিত্তিতে” কর্মীদের কাজে ফেরার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।