ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ড.খন্দকার মোশাররফ হোসেনসহ করোনা আক্রন্ত বিএনপি নেতাদের সুস্থতা কামনায় তিতাসে দোয়া মাহফিল
Published : Monday, 5 April, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ
তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা, দাউদকান্দি, মেঘনা ও তিতাস তথা কুমিল্লার উন্নয়নের মহানায়ক-বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাচিত সাবেক সভাপতি, দেশবরেণ্য বর্ষীয়ান রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক এবং সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী বেগম বিলকিস আকতার হোসেনসহ করোনা ভাইরাস আক্রান্ত বিএনপি নেতাদের  দ্রুত সুস্থতা কামনায় গতকাল রোববার তিতাস উপজেলার বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আছর তিতাস উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকারের জিয়ারকান্দির বাসভবনের সামনে এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং  তাঁর স্ত্রী বিলকিস আকতার হোসেন, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডাঃ এ. জেড. এম জাহিদ হোসেন, এডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ একেএম আজিজুল হক, ডাঃ ফরহাদ হালিম ডোনার, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ করোনা আক্রান্ত সকল পর্যায়ের নেতা-কর্মী এবং পর্যায়ের জনগণের সুস্থতা কামনায় ৭ বার সূরা ফাতিহা পাঠ শেষে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জিয়ারকান্দি সরকার বাড়ির জামে মসজিদের ইমাম মো. মাসুদুর রহমান।
মিলাদ ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সসঞ্চালনা করেন সদর কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ভূইয়া। অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আক্তারুজ্জামান সরকার, তিতাস বিএনপির  সিনিয়র সহ-সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লা প্রমুখ।
উপস্থিত ছিলেন তিতাস বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম  জাদু মোল্লা, কাজী কবির হোসেন সেন্টুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, করোনা আক্রান্ত ড.খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী বিলকিস আকতার হোসেনকে গত বুধবার রাতে  রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন ও বিএনপির পক্ষ থেকে তাঁদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।